শিরোনাম
রয়েল টিউলিপ নয়, এখন সী পার্ল বীচ রিসোর্ট — নাম বিভ্রান্তি ও বাস্তবতা দ্বীপ উপজেলা মহেশখালীতে শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল এবং মেহেদি বাই কানিজের মধ্যে সমঝোতা স্মারক সই রামু উপজেলার পর শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে উখিয়ায় অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বিদেশি মুদ্রা বিনিময়ে কক্সবাজারে সংকট: পর্যটনের অগ্রযাত্রায় বড় প্রতিবন্ধকতা শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে রামুতে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত পরিষদের সভাপতি আশফাক উদ্দীন আহমদ ও সম্পাদক নুরুল আবছার সিকদার। কক্সবাজার জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৫১ সদস্যের নতুন কমিটি গঠন। বাংলা বাজার নিবাসী নুরুল কবিরের মৃত্যু: খিজারীয়ান ৮৬’র শোক রামুতে তুলিপ সেন গুপ্তের একক সংগীতানুষ্ঠান ‘তোমায় গান শুনাবো’

রামু উপজেলার পর শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে উখিয়ায় অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন”

সিবিএল নিউজ: কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আজ অনুষ্ঠিত হলো ‘ক্যারিয়ার টকস অন জব অপরচুনিটি জেনারেশন ফর উইমেন অ্যান্ড ইয়ুথ’ শীর্ষক এক উৎসাহব্যঞ্জক কর্মসূচি, যেখানে শতাধিক স্থানীয় নারী ও তরুণ অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর ISEC ট্যুরিজম সেক্টর সাপোর্ট ইমপ্লিমেন্টেশন পার্টনারশিপ ইনিশিয়েটিভ-এর আওতায় এনরুট কর্তৃক আয়োজিত এই আয়োজনে বক্তারা পর্যটন খাতে কর্মসংস্থানের অপার সম্ভাবনা এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পথ নিয়ে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা দেন।

উক্ত আয়োজনে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সি পার্ল হোটেলের জেনারেল ম্যানেজার হেডি বেন আইসা। তিনি তার বক্তব্যে বলেন “আমি পৃথিবীর অনেকগুলো দেশে কাজ করেছি, আমার মনে হয় কক্সবাজার সরাসরি সৃষ্টিকর্তার দান করা একটি জায়গা যেখানে যেখানে হাজার হাজার সুযোগ হাতছানি দিচ্ছে”। তিনি তরুণদের পর্যটন সেক্টরের সাথে সম্পৃক্ত হয়ে সেই সুযোগকে কাজে লাগানোর আহ্ববান জানান।


এছাড়া একটি বিশেষ প্যানেল আলোচনায় অংশ নেন যুব উন্নয়ন অধিদপ্তর কক্সবাজার এর উপপরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন, কক্সবাজার উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাহানারা বেগম, ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন কক্সবাজার এর কনভেনার মিজানুর রহমান মিল্কি, ব্র্যাক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের ডিভিশনাল ম্যানেজার মশিউর রহমান এবং মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, মানব সম্পদ বিভাগ, সি পার্ল হোটেল।

উক্ত আলোচনার মাধ্যেমে প্যানেলিস্টরা অংশগ্রহণকারীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সমাপনী বক্তব্যে আইএলও এর কনসাল্টেন্ট মোহাঃ মোস্তাফিকুর রহমান বলেন, “একজন চাকরি প্রত্যাশিকে সর্বপ্রথম যাছাই করা হয় তার সিভি’র মাধ্যমে তাই আমাদের নিজেদের বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিয়ে দক্ষ করে গড়ে তুলার পাশাপাশি নিজেদের সঠিকভাবে উপস্থাপন করাতে পারাটাও গুরুত্বপূর্ণ” ।


এই অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারীরা পর্যটন ও ইকো-ট্যুরিজম খাতে ক্যারিয়ার গঠনের সুযোগ, প্রয়োজনীয় দক্ষতা ও প্রস্তুতির উপায় সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন। তারা সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে নিজেদের সংশয় দূর করেন এবং ভবিষ্যৎ কর্মপথ সম্পর্কে দিকনির্দেশনা লাভ করেন। এ উদ্যোগ কক্সবাজার অঞ্চলে নারী ও তরুণদের পর্যটন খাতে অন্তর্ভুক্তি নিশ্চিত করে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, নারী ক্ষমতায়ন এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সহায়তা করবে বলে আয়োজকগণ আশাবাদ ব্যক্ত করেন।




Developed by e2soft Technology