শিরোনাম
সেন্টমার্টিন নিয়ে যে ব্যাখ্যা দিলেন পর্যটন উপদেস্টা রামু-উখিয়ার প্রাচীন জনগোষ্ঠি আবদুল আলী সিকদার বংশের ইছালে ছওয়াব মাহফিল ২৫ ডিসেম্বর রামু সোনালী অতীত ফুটবল ক্লাবে সংবর্ধিত মারমেইড বীচ রিসোর্টের কব্জায় থাকা সরকারী জমি উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রধান নির্বাচন কমিশনারের মা-বাবার রেখে যাওয়া সব সমস্ত সম্পদ দিয়ে গড়া হয়েছে শিক্ষা প্রতিষ্টান সেন্টমার্টিনে যেতে নিবন্ধন সহ যা করতে হবে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করছে দি টেরিটোরিয়াল নিউজ (টিটিএন): সৌরভ দেব সম্পাদক হিসেবে যোগদান সেনাবাহিনী প্রধানের কক্সবাজার পরিদর্শন: নতুন অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিশেষায়িত প্রতিষ্ঠান উদ্বোধন শুধু নির্বাচন দেওয়াটাই আমাদের কাজ নয়: উপদেষ্টা নাহিদ ‘রাজনীতিতে ভুল হলে খেসারত দিতে হয়: মির্জা ফখরুল

রামু-উখিয়ার প্রাচীন জনগোষ্ঠি আবদুল আলী সিকদার বংশের ইছালে ছওয়াব মাহফিল ২৫ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক, রামু:

রামু-উখিয়ার প্রাচীন জনগোষ্ঠি আবদুল আলী সিকদার বংশের ইছালে ছওয়াব মাহফিল ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের প্রাচীন এ বংশের ফতেহ আলী সিকদার প্রজন্ম পুরুষ আলহাজ্ব হামিদুর রহমান সিকদারের গৃহাঙ্গনে অনুষ্ঠিত হবে ২২তম ইছালে ছওয়াব মাহফিল। শুক্রবার (২২ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বংশের সংগঠন ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র সভাপতি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ খালেদের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

রামুর খুনিয়াপালং ইউনিয়নের মধ্যম ধেচুয়াপালং ‘আবদুল আলী সিকদার বংশে’র রুস্তম আলী সিকদার প্রজন্ম কমিটির আহ্বায়ক এড. ইছহাক শাহরিয়ার নিক্সনের গৃহাঙ্গনে অনুষ্ঠিত সভায় বংশের প্রজন্ম পুরুষরা পারিবারিক সম্প্রীতি ও সম্পর্কের বন্ধন অটুট রাখার প্রত্যয়ে বক্তৃতা করেন।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন, ‘আবদুল আলী সিকদার বংশে’র রুস্তম আলী সিকদার প্রজন্ম পুরুষ ধেচুয়াপালং কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা  মোহাম্মাদ আবু তাহের।

সভায় বক্তৃতা করেন, ‘আবদুল আলী সিকদার বংশের মধ্যম ধেচুয়াপালংস্থ রুস্তমআলী সিকদার প্রজন্ম কমিটি’র আহ্বায়ক অ্যাডভোকেট মো. ইসহাক শাহরীয়ার নিক্সন, সদস্য ও কালারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম চৌধুরী, মনোয়ারুল করিম চৌধুরী, আমিনুল করিম চৌধুরী, মো. শফিকুল ইসলাম খোকন,
মো. মঈনুল ইসলাম, হলদিয়াপালংস্থ শমশের আলী সিকদার প্রজন্ম কমিটির সদস্য ধেচুয়াপালং উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলী আহমদ সিকদার, নলবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. ইসলাম সিকদার, পূর্ব ধেচুয়াপালংস্থ জাফর আলী প্রজন্ম কমিটির সদস্য সচিব নাছির উদ্দিন, পূর্ব ধেচুয়াপালংস্থ মাগন আলী সিকদার প্রজন্ম কমিটির সদস্য মোহাম্মদ ইব্রাহীম, আবদু রশিদ, মৌলবি জহিরুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রাসেল সরওয়ার, সাইফুল ইসলাম, পূর্ব ধেচুয়াপালং হায়দার আলী সিকদার প্রজন্ম কমিটির সদস্য মো: সালাহ উদ্দিন চৌধুরী, খুনিয়াপালংস্থ জব্বর আলী সিকদার প্রজন্ম কমিটির আহ্বায়ক আবদুল্লাহ ফারুক প্রমুখ।

সভায় সাংগঠনিক প্রক্রিয়াকে আরও গতিশীল করার লক্ষে আবদুল আলী সিকদার বংশের প্রজন্ম সদস্যদের দ্বায়িত্বশীলতার পরিচয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয় এবং আবদুল আলী সিকদার বংশের ২২তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল যথাযথ মর্যাদায় আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তারা আরও বলেন, দক্ষিণ চট্টগ্রামের বৃহৎ জনগোষ্ঠির সংগঠন ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’। বংশ পরম্পরায় প্রাচীন এ জনগোষ্ঠির প্রজন্ম সদস্যরা সমাজবদ্ধতা, ভ্রাতৃত্ববোধ ও স্বজনদের আন্তরিক সম্পর্ক প্রতিষ্ঠায় কাজ করে আসছেন। এ সম্পর্ক উন্নয়নে সাংগঠনিক প্রক্রিয়াকে আরও গতিশীল করতে হবে। ধর্মীয় চিন্তা-চেতনায় ও সামাজিক মূল্যবোধে এবং রক্ত-আত্মার বন্ধনে সংগঠনের কার্যক্রমকে প্রজন্ম থেকে প্রজন্ম প্রসার ঘটাতে ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র প্রত্যেক সদস্যকে কাজ করতে হবে।




Developed by e2soft Technology