শিরোনাম
প্রধান উপদেষ্টার কাতার সফরে সঙ্গী হচ্ছেন জাতীয় দলের নারী ফুটবলার কক্সবাজারের শাহেদা আক্তার রিপা কক্সবাজার- মহেশখালী নৌরুটে পরীক্ষামূলক সী- ট্রাক চালু রামুতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠিকে বকনা ও ষাড় বিতরণ বাঁকখালী নদী দখল-দূষণ মুক্ত করে, দখলবাজদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের দাবিতে স্বারকলিপি জুলাই আন্দোলনের সংগঠক ও ছাত্র প্রতিনিধিদের উপর চাদাবাজ কর্তৃক হামলার প্রতিবাদে মানব বন্ধন রামুতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ উৎসব উদযাপন কক্সবাজারে কলাতলীর চাঁদাবাজ জামাল ও ফয়সাল কর্তৃক হামলার শিকার হয়েছেন কক্সবাজারের জুলাই আন্দোলনের প্রধান সংগঠক খালিদ ও সাঈদ স্বাধীন! কক্সবাজারে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট থেকে ফিলিস্তিনে যুদ্ধ বিরতির আহবান রামুতে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ২ হাজার ৯৫৩ রামুতে খালের পানিতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু

রামুতে শুভ মাঘী পূর্ণিমা উদযাপন পরিষদ গঠিত

নিজস্ব প্রতিবেদক, রামু: রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ‘শুভ মাঘী পূর্ণিমা’ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিহার অধ্যক্ষ শীলপ্রিয় মহাথেরো এ সভায় সভাপতিত্ব করেন।

শুভ মাঘী পূর্ণিমা দিবসটি বৌদ্ধদের কাছে একটি ঐতিহাসিক দিন। এই পূর্ণিমা তিথিতে তথাগত বুদ্ধ তার ভিক্ষুসংঘকে পাতিমোক্ষ (বিনয় পিটক) দেশনা করেন। একই তিথিতে বৈশালীর চাপাল চৈত্যে ভিক্ষুসংঘের কাছে নিজের মহাপরিনির্বাণ দিবস ঘোষণা করেন তিনি। অর্থাৎ তিনি মাঘী পূর্ণিমা দিবসে ঘোষণা করেছিলেন, ওই দিন হতে তিন মাস পর শুভ বৈশাখী পূর্ণিমা তিথিতে স্বীয় দেহত্যাগ করে পরিনির্বাপিত হবেন।

রামুতে আগামী ১১ ফেব্রুয়ারী যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে উৎসব পালন উপলক্ষে শুভ মাঘী পূর্ণিমা উদযাপন পরিষদ ২০২৫ গঠন করা হয়েছে। এতে পলক বড়ুয়া আপ্পু সভাপতি, সঞ্চয় বড়ুয়া সাধারণ সম্পাদক, রিটু বড়ুয়া সমন্বয়ক, পিয়াল বড়ুয়া অর্থ সম্পাদক লিটন বড়ুয়াকে প্রচার সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে আবাসিক ভিক্ষু শরণপ্রিয় থের আর্শীবাদ প্রদানে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া, সমাজকর্মী তিলক বড়ুয়া, ইউপি সদস্য বিপুল বড়ুয়া আব্বু, সাবেক ইউপি সদস্য লিটন বড়ুয়া, ইন্দ্রজিত বড়ুয়া, শিক্ষক সজীব বড়ুয়া, বিভুতি বড়ুয়া, সুমথ বড়ুয়া প্রমুখ। মতবিনিময় সভা পরিচালনা করেন লিটন বড়ুয়া।

দুই দিনব্যাপী অনুষ্ঠিতব্য শুভ মাঘীপূর্ণিমা অনুষ্ঠানমালায় থাকবে, ভিক্ষুসংঘের প্রাতঃরাশ গ্রহণ, বুদ্ধপূজা ও মহাসংঘদান, অষ্ঠপরিষ্কারসহ সংঘদান, ভিক্ষুসংঘের পিণ্ডদান, অতিথি ভোজন, পবিত্র ত্রিপিটক পাঠ, ধর্মীয় আলোচনা সভা। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উৎসব এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান।




Developed by e2soft Technology