
নিজস্ব প্রতিবেদক, রামু: রামুতে নতুন বাংলা বছরকে স্বাগত জানাতে ১৪৩২ বঙ্গাব্দের পহেলা বৈশাখে বাঙালির সবচেয়ে বড় সার্বজনীন উৎসব বাংলা নববর্ষ বরণ উদযাপন করা হবে। বাংলা নববর্ষ বরণের সবচেয়ে আকর্ষণীয় আনুষ্ঠানিকতা হলো প্রভাতী অনুষ্ঠান, বর্ণাঢ্য প্রভাতফেরী, পান্তাভাত ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। রামু বাংলা নববর্ষ বরণ উদযাপন পরিষদের আয়োজনে ও রামু উপজেলা প্রশাসনের সহযোগিতায় রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) সোমবার দিনব্যাপী বর্ণাঢ্য এ উৎসব উদযাপন করা হবে।
এ উপলক্ষে মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় রামু পাবলিক লাইব্রেরীতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রামু বাংলা নববর্ষ বরণ উদযাপন পরিষদের সভাপতি বাংলাদেশ বেতার সংগীত প্রযোজক বশিরুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউট অব মিউজিকের নির্বাহী পরিচালক এইচবি পান্থ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, সংস্কৃতি কর্মী ধর্মদর্শী বড়ুয়া, পুলক বড়ুয়া, গোলাম মোস্তফা বাবুল, খালেদ শহীদ, সংগীত বড়ুয়া, ইলক বড়ুয়া, রাজিব বড়ুয়া, রবিউল হাসান রবি, অসীম বড়ুয়া প্রমুখ।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, পহেলা বৈশাখের দিন সকাল ৭টায় প্রভাতী অনুষ্ঠান, সাড়ে ৮টায় প্রভাতফেরী, সকাল ১০টায় পান্তাভাত ভোজন, সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ছড়াগান, চিত্রাঙ্কন ও লোকগীতি প্রতিযোগিতা। বিকাল ৪টায় বাঙালি সাজো প্রতিযোগিতা ও বিকাল ৫টায় লোকনৃত্য প্রতিযোগিতা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আগামী ১৩ এপ্রিল বিকাল ৫টার মধ্যে প্রতিযোগিতা উপ-পরিষদের আহ্বায়ক খালেদ শহীদের (০১৮১৬৮১০০৫৪) কাছে নাম জমা দিতে অনুরোধ জানিয়েছেন, রামু বাংলা নববর্ষ বরণ উদযাপন পরিষদের সভাপতি বশিরুল ইসলাম।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।