শিরোনাম
এনসিপি নেতাদের উপর হামলাকারী অভিযুক্ত জামাল গ্রেফতার প্রধান উপদেষ্টার কাতার সফরে সঙ্গী হচ্ছেন জাতীয় দলের নারী ফুটবলার কক্সবাজারের শাহেদা আক্তার রিপা কক্সবাজার- মহেশখালী নৌরুটে পরীক্ষামূলক সী- ট্রাক চালু রামুতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠিকে বকনা ও ষাড় বিতরণ বাঁকখালী নদী দখল-দূষণ মুক্ত করে, দখলবাজদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের দাবিতে স্বারকলিপি জুলাই আন্দোলনের সংগঠক ও ছাত্র প্রতিনিধিদের উপর চাদাবাজ কর্তৃক হামলার প্রতিবাদে মানব বন্ধন রামুতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ উৎসব উদযাপন কক্সবাজারে কলাতলীর চাঁদাবাজ জামাল ও ফয়সাল কর্তৃক হামলার শিকার হয়েছেন কক্সবাজারের জুলাই আন্দোলনের প্রধান সংগঠক খালিদ ও সাঈদ স্বাধীন! কক্সবাজারে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট থেকে ফিলিস্তিনে যুদ্ধ বিরতির আহবান রামুতে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ২ হাজার ৯৫৩

রামুতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কমিটি গঠন

মোহাম্মদ আলম সভাপতি, মাহবুবুল আলম সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক, রামু:
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রামু উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে রামু পাবলিক লাইব্রেরী সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় এই কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক কলিম উল্লাহ ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষনা করেন। সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। পরে বাপার কক্সবাজার জেলা সভাপতি এইচ এম এরশাদ ও সাধারণ সম্পাদক কলিম উল্লাহ ওই কমিটি অনুমোদন করেন।

দুই বছর মেয়াদের এই কমিটিতে সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, রামু সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মুজিবুল হক, জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক সায়েদ জুয়েল, অর্থ সম্পাদক আবদুল হাশেম, সহ-অর্থ সম্পাদক টিটু বিশ্বাস, পরিবেশ বিষয়ক সম্পাদক মোবারক হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোয়েব সাঈদ, সাংস্কৃতিক সম্পাদক মিজানুল হক, সহ-সাংস্কৃতিক সম্পাদক রাজিব বড়ুয়া, দপ্তর সম্পাদক সুকুমার বড়ুয়া, সহ-দপ্তর সম্পাদক রবিউল হাসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ সাঈফ, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ নোমান, মহিলা বিষয়ক সম্পাদক নাজনিন আকতার মেরী, সহ-মহিলা বিষয়ক সম্পাদক আরজিনা বেগম, নাজিমা সোলতানা, সুলতানা ইয়াছিন, তাসফিয়া সুলতানা, কার্যকরী সদস্য খালেদ শহীদ, নীলোৎপল বড়ুয়া, মো. শাহ আলম, মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, মামুন চৌধুরী।

রামুতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) উপজেলা কমিটি গঠনকল্পে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাস্টার মোহাম্মদ আলম। সভায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা সভাপতি এইচ এম এরশাদ প্রধান অতিথি ও সাধারণ সম্পাদক কলিম উল্লাহ প্রধান আলোচকের বক্তৃতা করেন।

পরিবেশ ও প্রকৃতি রক্ষা করুন শ্লোগানে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, রামু সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মুজিবুল হক, নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজের প্রভাষক নীলোৎপল বড়ুয়া, জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, মনসুর আলী সিকদার আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাশেম, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজনিন আক্তার মেরী, গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুকুমার বড়ুয়া, রামু প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ও কলেজের শিক্ষক মো. সাইফুল্লাহ সাইফ, মো. জাবেদুল আনোয়ার, মোহাম্মদ নোমান প্রমুখ। সভা সঞ্চালনা ও স্বাগত বক্তৃব্য রাখেন মাহবুবুল আলম।

### খালেদ শহীদ, রামু। ৬ ডিসেম্বর ২০২৪




Developed by e2soft Technology