শিরোনাম
রামু উপজেলার পর শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে উখিয়ায় অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বিদেশি মুদ্রা বিনিময়ে কক্সবাজারে সংকট: পর্যটনের অগ্রযাত্রায় বড় প্রতিবন্ধকতা শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে রামুতে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত পরিষদের সভাপতি আশফাক উদ্দীন আহমদ ও সম্পাদক নুরুল আবছার সিকদার। কক্সবাজার জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৫১ সদস্যের নতুন কমিটি গঠন। বাংলা বাজার নিবাসী নুরুল কবিরের মৃত্যু: খিজারীয়ান ৮৬’র শোক রামুতে তুলিপ সেন গুপ্তের একক সংগীতানুষ্ঠান ‘তোমায় গান শুনাবো’ জলবায়ু পরিবর্তন ও নারীর অধিকার বিষয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন সভা অনুষ্ঠিত রামুতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনসুর আলী সিকদার উচ্চ বিদ্যালয়: গুগল, ফেসবুকসহ বিদেশি গণমাধ্যমে বিজ্ঞাপনের বিল পরিশোধ প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক।

রামুতে প্রীতি ফুটবল ম্যাচ গোলশূন্য ড্র; যুগ্ম চ্যাম্পিয়ন লামা ফুটবল একাডেমি ও রামু ফুটবল ট্রেনিং সেন্টার

রামুতে প্রীতি ফুটবল ম্যাচ গোলশূন্য ড্র; যুগ্ম চ্যাম্পিয়ন লামা ফুটবল একাডেমি ও রামু ফুটবল ট্রেনিং সেন্টার

খালেদ শহীদ
রামুতে ফুটবলের মান উন্নয়নে আঞ্চলিক প্রীতি ফুটবল ম্যাচে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে লামা ফুটবল একাডেমি ও রামু ফুটবল ট্রেনিং সেন্টার।  শনিবার বিকাল চারটায় রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয়ে, লামা ফুটবল একাডেমি বনাম রামু ফুটবল ট্রেনিং সেন্টার। উভয় দলের খেলোয়াড়দের আক্রমণ পাল্টা আক্রমনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দর্শক উচ্ছ্বসিত হলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি গোল শূণ্য ভাবে শেষ হয়।

রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক সুবীর বড়ুয়া বুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক অনুপ বড়ুয়া অপু, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি কিশোর বড়য়া, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি মো. নবু আলম, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সহ-সভাপতি বিমল বড়ুয়া, সাধারণ সম্পাদক খালেদ শহীদ, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি লিঃ সভাপতি রুহুল আমিন রকি, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাবেক আহ্বায়ক তরুপ বড়ুয়া, সাবেক অর্থ সম্পাদক সুকুমার বড়ুয়া বুলু, সাবেক ফুটবলার তুহিন বড়ুয়া শানু, প্রবাল বড়ুয়া নিশান, রিটু বড়ুয়া, কাকন বড়ুয়া, আহমদ, আবুল মনছুর। অতিথিরা বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তোলে দেন।

বিপ্লব মল্লিকের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, রামু ফুটবল ট্রেনিং সেন্টারের পরিচালক সুপন বড়ুয়া শিপন। খেলা পরিচালনায় ওমর ফারুক মাসুম রেফারি, ছোটন ও আবছার সহকারি রেফারির দায়িত্ব পালন করেন। ধারাভাষ্যে ছিলেন, মোহাম্মদ আবদুল্লাহ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত সভাপতি মো. রুহুল আমিন রকি ও সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলমকে রামু ফুটবল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।

লামা ফুটবল একাডেমি: মো. শামসু (গোলরক্ষক), মো. শাহীন (অধিনায়ক), মো. মোর্শেদ, সানি ত্রিপুরা, মংবো মার্মা, প্রভীন ত্রিপুরা, সিংসিং মার্মা, মানিক, উজু ওয়াং, যনি ত্রিপুরা, মংসিং। অতিরিক্ত খেলোয়াড়: মো. মুবিন, উজয়ে মার্মা। রামু ফুটবল ট্রেনিং সেন্টার: সাইফুল (গোলরক্ষক), রিদুয়ান (অধিনায়ক), জমির, চাঁদ, সোহেল, কবির, জিহাদি, সুজয়, ইসমাইল, ইমরান, হোবাইব। অতিরিক্ত খেলোয়াড়: জসিম, সাইমুন, সচিন বড়ুয়া, হাবিব কামাল, আবদুল্লাহ, হাসান, তামিম, রবিউল, হাবিব, বাবু।




Developed by e2soft Technology