শিরোনাম
রয়েল টিউলিপ নয়, এখন সী পার্ল বীচ রিসোর্ট — নাম বিভ্রান্তি ও বাস্তবতা দ্বীপ উপজেলা মহেশখালীতে শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল এবং মেহেদি বাই কানিজের মধ্যে সমঝোতা স্মারক সই রামু উপজেলার পর শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে উখিয়ায় অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বিদেশি মুদ্রা বিনিময়ে কক্সবাজারে সংকট: পর্যটনের অগ্রযাত্রায় বড় প্রতিবন্ধকতা শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে রামুতে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত পরিষদের সভাপতি আশফাক উদ্দীন আহমদ ও সম্পাদক নুরুল আবছার সিকদার। কক্সবাজার জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৫১ সদস্যের নতুন কমিটি গঠন। বাংলা বাজার নিবাসী নুরুল কবিরের মৃত্যু: খিজারীয়ান ৮৬’র শোক রামুতে তুলিপ সেন গুপ্তের একক সংগীতানুষ্ঠান ‘তোমায় গান শুনাবো’

রামুতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনসুর আলী সিকদার উচ্চ বিদ্যালয়:

নীতিকে মন থেকে ধারণ ও চর্চা করতে হবে : ইউএনও মো. রাশেদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: ‘দুর্নীতি করবো না, দুর্নীতি মানবো না, দুর্নীতি সইবো না’। ‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’। শিক্ষার্থীদের এ শপথে রামুতে অনুষ্ঠিত হয়েছে উপজেলা ভিত্তিক স্কুল-মাদ্রাসা পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা।

রোববার (২২ জুন) সকাল সাড়ে ১১টায় রামু উপজেলা পরিষদের বাঁকখালী মিলনায়তনে অনুষ্ঠিত হয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। ‘রাষ্ট্রের উন্নয়নের পথে দুর্নীতিই প্রধান অন্তরায়’ বিষয়ে অনুষ্ঠিত চুড়ান্ত পর্ব প্রতিযোগিতায় পক্ষ দল মনসুর আলী সিকদার উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন, বিপক্ষ দল মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা রানার্স আপ হয়েছে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন, মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার বিতার্কিক দলের দলনেতা মোবারক হোসাইন।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামসহ অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কারের সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলম। প্রতিযোগী সহ উপস্থিত দেড়শত শিক্ষার্থীর হাতে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রাশেদুল ইসলাম বলেন, লোভ থেকে নিজেকে দমন করতে হবে। নীতিকে মন থেকে ধারণ করতে হবে এবং চর্চা করতে হবে। নীতিকে মন থেকে ধারণ না করলে, মনের ভিতর গেঁথে না থাকে, তাহলে যখনই সুযোগ পাওয়া যাবে দুর্নীতির দিকে চলে যাবো। দুর্নীতির বিরুদ্ধে যে চিন্তা, এ চিন্তাকে মনস্তাত্বিক ভাবে ধারণ করতে হবে। শিক্ষার্থীদের এ বয়স থেকেই ধারণ করতে হবে কোনটা করা উচিত, কোনটা করা উচিত না।

ইউএনও মো. রাশেদুল ইসলাম আরও বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে সৎ, সুন্দর মানসিকতা নিয়ে চলতে হবে। দুর্নীতি কেবল টাকা পয়সার অবৈধ লেনদেনে সীমাবদ্ধ নয়। কর্মক্ষেত্রে অনুপস্থিতি, অপরিচ্ছন্ন জীবনযাপন, অন্যের ক্ষতিসাধনের মতো বিষয়ও দুর্নীতির পর্যায়ে পড়ে। তাই সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্ছার হতে হবে। দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ গঠনে শিক্ষার্থীদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। বিতর্ক কেবল একটি প্রতিযোগিতা নয়, এর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা দক্ষতা বৃদ্ধি হয়। সমৃদ্ধ হয় তথ্যভান্ডার। তর্কযুদ্ধেও দূর হয় অন্ধকার, খোলে যায় সম্ভাবনার দুয়ার।

রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদ শহীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজারের সহকারী পরিচালক অনিক বড়ুয়া বাবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকৌশলী কফিল উদ্দিন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস, রামু সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ মুজিবুল হক, রামু প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে অনিক বড়ুয়া বাবু বলেন, দুর্নীতি এমন এক ব্যাধি, যা শুধু অর্থনীতিকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং নৈতিকতাকে ধ্বংস করে। সামাজিক বৈষম্য বাড়ায় এবং জনগণের রাষ্ট্রের ওপর আস্থাকে ভেঙে দেয়। দুর্নীতি যখন শিকড় গেড়ে বসে, তখন মেধা নয়-স্বজনপ্রীতি, ঘুষ, আর অনিয়মের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালিত হতে থাকে। এর ফলে দেশের সম্ভাবনাগুলো ধ্বংস হয়। বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নেয়। শিক্ষা ও স্বাস্থ্যসেবায় দুর্বলতা দেখা দেয় এবং নাগরিকদের মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত হয়। একজন নাগরিক, একজন শিক্ষক, একজন প্রশাসক-সবাই যদি প্রতিনিয়ত দুর্নীতির শিকার হন, তাহলে সেই রাষ্ট্রের উন্নয়ন কেবল কাগজে কলমে থাকবে, বাস্তবে নয়। তবে হতাশ হওয়ার সময় এখন নয়। আমাদের মধ্যে যারা আজ এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছো, তোমরা সবাই জাতির ভবিষ্যৎ। এই বিতর্কের মধ্য দিয়ে তোমরা শুধু মত প্রকাশ করছো না, বরং একটি নৈতিক অবস্থান নিচ্ছো, যা সমাজ পরিবর্তনের প্রথম পদক্ষেপ।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটের দায়িত্ব পালন করেন, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলম। এ প্রতিযোগিতায় রামু সরকারি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া, সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ মুজিবুল হক, রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মং হ্লা প্রু পিন্টু সম্মানিত বিচারক এবং রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সুবীর বড়ুয়া বুলু সময় নিয়ন্ত্রক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সুকুমার বড়ুয়া বুলু ফলাফল প্রস্তুতের দায়িত্ব পালন করেন।

‘দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্যশিখা জ্বলবেই’ এ প্রতিপাদ্যে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজারের আয়োজনে এবং রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে অনুষ্ঠিত হয়, রামুতে উপজেলা ভিত্তিক স্কুল-মাদ্রাসা পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় রামু উপজেলার আটটি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা অংশ নেয়।




Developed by e2soft Technology