শিরোনাম
রামু সরকারি কলেজে শিক্ষার মানোন্নয়নের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান সড়ক দুর্ঘটনায় কলাতলীর মুক্তিযোদ্ধার পুত্র নিহত জাতীয় নাগরিক কমিটি কক্সবাজারের উদ্যোগে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে মিছিল ও পথসভা অনুষ্ঠিত রামুতে তারুণ্যের উৎসব আন্তঃ স্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত রামুতে শুভ মাঘী পূর্ণিমা উদযাপন পরিষদ গঠিত কক্সবাজার সরকারি কলেজে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রামু উপজেলা শাখার শপথ ও পিকনিক অনুষ্ঠিত ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শীতার্তদের পাশে কসউবি ২০১১ ব্যাচ কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

রামুতে তারুণ্যের উৎসব আন্তঃ স্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রামু: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে রামুতে তারুণ্যের উৎসব আন্তঃ স্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) সকালে রামু উপজেলা পরিষদের বাঁকখালী মিলনায়তনে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনের এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিতর্ক প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বাঁকখালী উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ হয়েছে রামু বালিকা উচ্চ বিদ্যালয়। কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে রামু সরকারি কলেজের পক্ষ দল এবং রানার্স আপ হয়েছে রামু সরকারি কলেজের বিপক্ষ দল। বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের বিতর্ক দলের দলনেতা নন্দিতা বড়ুয়া ফ্লোরা স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ বিতার্কিক এবং রামু সরকারি কলেজ পক্ষ দলের দলনেতা ইয়াছিন আরফাত কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন। স্কুল পর্যায়ে ‘জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য সম্মত শৌচাগার, হাত ধোঁয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ’


বির্তক বিষয়ে এবং কলেজ পর্যায়ে ‘ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ’ বির্তক বিষয়ে বিতার্কিকরা প্রতিযোগিতায় অংশ নেন।

প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন, রামু উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. অসীম বরণ সেন। রামু উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. ফারুক হোসেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুলফিকার আলী ও

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুশান্ত দেবনাথ বিচারকের দায়িত্ব পালন করেন এবং রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদ শহীদ বিতর্ক প্রতিযোগিতায় সময়রক্ষকের দায়িত্ব পালন করেন।

রামু উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ক্যছাই মং চাকের সঞ্চালনায় অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আবুল কালাম প্রমুখ।

এই প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে প্রথম রাউন্ডে আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয় (পক্ষ দল) বনাম রামু বালিকা উচ্চ বিদ্যালয় (বিপক্ষ দল) এবং রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় (পক্ষ দল) বনাম বাঁকখালী উচ্চ বিদ্যালয় (বিপক্ষ দল) বিতর্কে অংশ নেয়। কলেজ পর্যায়ে রামু সরকারি কলেজ পক্ষ দল বনাম রামু সরকারি কলেজ বিপক্ষ দল বিতর্কে অংশ নেয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, বিতার্কিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




Developed by e2soft Technology