
খালেদ শহীদ: রামু সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ও রামু পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল হক স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিকালে রামু উপজেলা পরিষদের হিমছড়ি কনফারেন্স রুমে এই স্মরণসভার আয়োজন করা হয়। এতে জ্ঞানপাঠক মোহাম্মদ মুজিবুল হকের দীর্ঘ কর্মময় জীবন, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান এবং ব্যক্তিগত স্মৃতিচারণ করেন কলেজের সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী, গুণগ্রাহীরা সহ পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতে রামু পাবলিক লাইব্রেরীর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী উপস্থিত সবাইকে স্বাগত জানান। তিনি মরহুম জ্ঞানপাঠক মোহাম্মদ মুজিবুল হককে স্মরণ করেন এবং তার জন্য দোয়া কামনা করেন। সভায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়। রামু লেখক ফোরামের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন। অতপর জ্ঞানপাঠক মোহাম্মদ মুজিবুল হককে স্মরণ করে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

রামু পাবলিক লাইব্রেরীর আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভায় রামু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাছানুল ইসলাম প্রধান অতিথি ও মরহুম মোহাম্মদ মুজিবুল হকের মামা রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. আবুল মনসুর প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা দেন, রামু পাবলিক লাইব্রেরীর সহ-সভাপতি মাস্টার মোহাম্মদ আলম। জ্ঞানপাঠক মোহাম্মদ মুজিবুল হককের বর্ণাঢ্য কর্মজীবন উপস্থাপন করেন, রামু পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক খালেদ শহীদ।
রামু পাবলিক লাইব্রেরীর যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক নীলোৎপল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা মরহুম মোহাম্মদ মুজিবুল হকের দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবন, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা ক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি রামু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাছানুল ইসলাম বলেন, আজকের এই বিদগ্ধ সমাবেশ এটাই প্রমাণ করে মোহাম্মদ মুজিবুল হক সাহেব রামু কলেজের শিক্ষকতা থেকে আরম্ভ করে যে দিকে গেছেন, আতরওয়ালার মতো সৌরভ ছড়িয়েছেন। তিনি রামু পাবলিক লাইব্রেরী কর্মকাণ্ডের মাধ্যমে শুদ্ধমন তৈরীর কাজ করে গেছেন। তিনি তাঁর কৃত কাজের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন।
স্মরণ সভায় কক্সবাজার সাহিত্য একাডেমীর সভাপতি মুহম্মদ নুরুল ইসলাম, ঈদগাঁও রশিদ আহমদ কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল হক, শহীদ এ টি এম জাফর আলম কলেজের অধ্যক্ষ মো. আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, রামু সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুপ্রীম বড়ুয়া, অবসরপ্রাপ্ত অধ্যাপক বিপ্লব কান্তি পাল, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন, রামু শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বশিরুল ইসলাম, রামু সরকারি কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক অধ্যাপক ইজত উল্লাহ, কক্সবাজার বেসরকারি গণপাঠাগার পরিষদের প্রতিষ্ঠাতা ও উপদেষ্ঠা কবি মানিক বৈরাগী, রামু পাবলিক লাইব্রেরীর সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মঞ্জুর হাছান ভূঁইয়া, নির্বাহী সদস্য প্রকৌশলী তরুণ বড়ুয়া ও মরহুম মোহাম্মদ মুজিবুল হকের ছেলে তাসনিমুল হক শাওন বক্তব্য রাখেন। স্মরণসভা শেষে মরহুম মোহাম্মদ মুজিবুল হকের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন, সাংবাদিক মুহম্মদ নুরুল ইসলাম।
জ্ঞানপাঠক মোহাম্মদ মুজিবুল হক স্মরণ সভায় বীর মুক্তিযোদ্ধা মাইমুনর রশিদ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ কফিল উদ্দিন কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাশ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুশান্ত দেব নাথ শুভ, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আমজাদ হোসেন, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা বাপ্পি মজুমদার, সিঙ্গারে মোস্তাফিজুর রহমান, মুজিবুর রহমান, রামু পাবলিক লাইব্রেরীর নির্বাহী সদস্য সংস্কৃতি কর্মী মানসী বড়ুয়া, ব্যবসায়ী ওসমান গণি, গবেষক মোহাম্মদ আবুল হাসনাত, রামু প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, রামু কেন্দ্রীয় কালী বাড়ীর সেবায়েত সুবীর চৌধুরী বাদল, রামু সরকারি কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজনীন আকতার মেরী, উইজডম গ্লোবাল স্কুলের প্রধান শিক্ষক মাহবুবুল আলম, উপ-সহকারী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম, ব্যবসায়ী আছাদ উল্লাহ, জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইয়াছিন আরাফাত, কালারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম চৌধুরী, রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুমথ বড়ুয়া, সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ রামুর সাধারণ সম্পাদক আবদুল হাশেম, সদস্য টিটু বিশ্বাস, প্রকৌশলী সালাহ উদ্দিন মাহমুদ, সাংবাদিক মো. আবদুল্লাহ, শিক্ষার্থী মোর্শেদ আলম ও তাজ উদ্দিন সিকদার, মরহুম মোহাম্মদ মুজিবুল হকের মেয়ে তানজিনা হক অয়ন, নাতি তাফসির রহমান মেহমিদ ও রাদ শাহমাদ হক সাহির স্মরণসভায় অংশ নেন।
            
            
            
            
            
            
				
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।