শিরোনাম
রামুতে ‘জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণে বক্তারা: নির্যাতন-বৈষম্য রোধে প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও সামাজিক সচেতনতা ক্যারিয়ার কার্নিভাল ২০২৫: কর্মসংস্থানের পথে কক্সবাজারের তরুণদের নতুন যাত্রা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বাস সার্ভিস সুবিধা দিবে রামু স‌মি‌তি সানড্রি ক্রীড়া সংসদের ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন সোনাদিয়া দ্বীপ — কক্সবাজারের খুব কাছে, অথচ অন্য এক পৃথিবী “রোগ প্রতিরোধ, সৌন্দর্য আর সুস্থতায় মধুর জুড়ি নেই” এনসিপি চট্টগ্রাম বিভাগের দায়িত্বে এ এস এম সুজা উদ্দিন টুয়াকের বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উদযাপন টুয়াক আহবায়কের বিশ্ব পর্যটন দিবস ২০২৫ এর শুভেচ্ছা বাণী উইমেন ট্যুরিজম লিডার্স অ্যাওয়ার্ড”: পর্যটনে অবদান রাখা ৭ নারীকে সম্মাননা

রামুতে ‘জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণে বক্তারা: নির্যাতন-বৈষম্য রোধে প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও সামাজিক সচেতনতা

নিজস্ব প্রতিবেদক, রামু: নির্যাতন-বৈষম্য রোধে প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও সামাজিক সচেতনতা পরিবার থেকেই শুরু করতে হবে। শেখাতে হবে শিশুদেরও ভালো আচরণ কিভাবে করতে হয়। কখনও কেউ যেন কারো কান্নার কারণ না হই। আমার দ্বারা কোন নারী নির্যাতনের শিকার না হয়। বৈষম্যের শিকার না হয়। নারী নির্যাতন প্রতিরোধে নারীর প্রতি নেতিবাচক মনোভাবের পরিবর্তন আনতে হবে। নির্যাতনের ধরন অনুযায়ী আইনের কার্যকর প্রয়োগ, বাল্যবিবাহ রোধ, নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও সচেতনতা সৃষ্টি করতে হবে। আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের সামাজিক উদ্যোগ সকল প্রকার নির্যাতন ও বৈষম্য প্রতিরোধে বড় ভূমিকা রাখতে পারবে।

শনিবার (২৫ অক্টোবর) সকালে ‘জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণে এ কথা বলেন বক্তারা। রামু উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ। সকাল ১১টায় সমবেত জাতীয় সংগীতের মাধ্যমে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। কর্মশালায় সমাপনি বক্তৃতা করেন, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ ‘পিএফজি’র রামু উপজেলার সমন্বয়কারী হোসনে আরা বেগম।

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ওয়েভ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ কো-অর্ডিনেটর রাসেল চৌধুরী।

প্রবন্ধ উপস্থাপনায় রাসেল চৌধুরী বলেন, জেন্ডার হলো নারী ও পুরুষের সামাজিক-সাংস্কৃতিক পরিচয়। সামাজিকভাবে আরোপিত নারী ও পুরুষের ভূমিকা এবং দায়-দায়িত্ব। জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হতে হবে। নারী নির্যাতন শুধু নারীর বিষয় নয়, এটা সমাজের বিষয়। প্রত্যেককে যার যার পরিবারের পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কাজ করতে হবে। মেয়েদেরও নিজের প্রতি আস্থা রাখতে হবে, নিজের জন্য বিনিয়োগ করতে হবে। নারী নির্যাতন প্রতিরোধে ও করণীয় নির্ধারণে ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকেও সচেতনতা সৃষ্টি করতে হবে।

প্রশিক্ষণ গ্রুপ উপস্থাপন ও আলোচনায় অংশ নেন, সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ রামু উপজেলার সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, রামু উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা বখতেয়ার আহমদ, নাইক্ষ্যংছড়ি হাজী এমএ কালাম সরকারি কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক নীলোৎপল বড়ুয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশন রামু উপজেলার সভাপতি হাফেজ আহমদ, সাধারণ সম্পাদক মো. সালমান শাহ আবির, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদ শহীদ, পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সদস্য সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, রামু কেন্দ্রীয় কালী মন্দিরের পুরোহিত সজল ব্রাহ্মণ চৌধুরী, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, জাতীয় পার্টির নেতা মুফিজুল ইসলাম, প্রধান শিক্ষক শিল্পী বড়ুয়া, অ্যাডভোকেট বুশরাহ চৌধুরী, রাজনীতিক লিয়াকত আলী, মোক্তার আহমদ, সুজন শর্মা, ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য রাবেয়া বসরী, মানোয়ারা ইসলাম নেভী, কামরুন নাহার, মরিয়ম বেগম, গোলজার বেগম, রওশন আক্তার, শিক্ষক রেহেনা আকতার, মো. জালাল উদ্দিন, বিএনপি নেত্রী ডালিয়া জামান প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ফিল্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ মাইনুল ইসলাম, ওয়াইপিএফজি সদস্য মোর্শেদ আলম প্রমূখ।




Developed by e2soft Technology