শিরোনাম
রামুতে তুলিপ সেন গুপ্তের একক সংগীতানুষ্ঠান ‘তোমায় গান শুনাবো’ জলবায়ু পরিবর্তন ও নারীর অধিকার বিষয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন সভা অনুষ্ঠিত রামুতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনসুর আলী সিকদার উচ্চ বিদ্যালয়: গুগল, ফেসবুকসহ বিদেশি গণমাধ্যমে বিজ্ঞাপনের বিল পরিশোধ প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। রামুতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত: চুড়ান্ত পর্বে মনসুর আলী সিকদার উচ্চ বিদ্যালয় ও মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে আয়বর্ধক মানুষে পরিণত করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে হবে রামুতে নারী ও যুব অধিকার বাস্তবায়ন বিষয়ক সংলাপে বক্তারা: যুবরা হলেন সমাজের প্রাণশক্তি, যুব ছাড়া সমাজের উন্নয়ন সম্ভব নয়। স্মৃতিকথা, গান, কবিতায় স্মরণ: সব্যসাচী লেখক আশীষ কুমার ছিলেন একজন সার্থক আধুনিক কবি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইনে উন্নীত করার দাবিতে: রামুতে মানববন্ধন ও সমাবেশ রামু রাবার বাগান শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি আবছার মিয়া, সাধারণ সম্পাদক নুরুল হাসান

রামুতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক: রামুতে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ২ জানুয়ারী সকালে রামু উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত এক র্যালী সমাজসেবা কার্যালয় থেকে শুরু হয়ে রামুর গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল গালিবের সভাপতিত্বে এবং শিশু সুরক্ষায় নিয়োজিত সমাজকর্মী হোসনে মোবারক মিনারের সঞ্চালনায় অনুষ্ঠিত  আলোচনা সভায় বক্তব্য দেন, সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ রামু উপজেলার সভাপতি মাষ্টার মোহাম্মদ আলম, সহকারী সমাজসেবা কর্মকর্তা রুজিনা আকতার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি যায়েদ বিন আমান, সমাজকর্মী মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, রেজাউল করিম টিপু, মানবাধিকার কমিশনের সাধারন সম্পাদক সালমান শাহ আবীর, সোশ্যাল এইড এর প্রোগ্রাম ম্যানেজার মো. নাছির উদ্দিন প্রমূখ। উক্ত রেলি ও আলোচনা সভায় উপজেলার সকল অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিগণ, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও  বয়ষ্ক, বিধবা, প্রতিবন্ধী, এতিম শিশু, হিজড়াসহ সমাজসেবা কার্যালয়ের উপকারভোগীরা অংশগ্রহন করেন। সভায় সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন সেবা নিয়ে আলোচনা করা হয়।




Developed by e2soft Technology