
নিজস্ব প্রতিবেদক: রামুতে আর্ন্তজাতিক শান্তি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যে রবিবার, ২১ সেপ্টেম্বর সকাল ১১ টায় রামু পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) রামু উপজেলার সমন্বয়কারী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনে আরা বেগম।
পিএফজি রামু’র উপদেষ্টা ও সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ রামু উপজেলার সভাপতি মোহাম্মদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ফিল্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ মাইনুল ইসলাম।
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এবং ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) রামু’র উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে- অবসরপ্রাপ্ত শিক্ষক মৌলানা বখতেয়ার আহমদ, পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সদস্য সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক খালেদ শহীদ, রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, বিএনপি নেতা মহিবুল্লাহ চৌধুরী জিল্লু, সংস্কৃতিকর্মী রাজিব বড়ুয়া, পিএফজি সদস্য ওবাইদুর রহমান কায়সার, মোরশেদ আলম, রেজাউল করিম, ইয়ুথ লিডার সালমান শাহ আবীর, শিক্ষার্থী মো. ওসমান, সুমাইয়া আকতার, ইসরাত জাহান মুমু প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন- বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে এ দিবসটি তাৎপর্যপূর্ণ। জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক সহিংসতা, হত্যা, মব সন্ত্রাস, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় ও ভিন্নমতাবলম্বীদের উপর নিপীড়ন অসহিঞ্চুতার এক ভয়াবহ মানবিক বিপর্যয় বিরাজ করছে। অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্্র গঠনের স্বপ্্ন নিয়ে মুক্তিযুদ্ধ হলেও অর্ধশতাব্দী পরও সে স্বপ্্ন পূরণ হয়নি। তাই আর্ন্তজাতিক শান্তি দিবসের কর্মসূচির মাধ্যমে ঐক্য ও শান্তির বার্তা সর্বত্র ছড়িয়ে দিতে হবে। আলোচনা সভা শেষে শান্তি দিবস উপলক্ষ্যে র্যালী বের করা হয়।
সভায় জানানো হয়- প্রতিবছর ২১ সেপ্টেম্বর বিশে^ আর্ন্তজাতিক শান্তি দিবস পালন করা হয়। ১৯৮১ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এ দিবস পালনের ঘোষনা দেয়া হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এমআইপিএস প্রকল্পের উদ্যোগে কর্ম এলাকাগুলোতে নানা আয়োজনে দিবসটি পালন করছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।