শিরোনাম
পৃথিবীর সবচেয়ে পরিচ্ছন্ন দেশ এস্তোনিয়া: অজানা ১০ টি মজার তথ্য জাতীয় নাগরিক কমিটি কক্সবাজার সদর থানার প্রতিনিধি কমিটি গঠিত রামুতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন কক্সবাজারে সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে সংবর্ধনা সাবেক ছাত্রনেতা ফোরামের ৩য় বর্ষে সাম‍্য ও বৈশম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। কক্সবাজারে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ-পথসভা কক্সবাজারে পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ ও প্লাস্টিক মুক্তির ক্যাম্পেইনে টুয়াক পেল সম্মাননা আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা: কক্সবাজারে বিএনপির বিভিন্ন ইউনিটের প্রতিবাদ মিছিল। রামুতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কমিটি গঠন ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে কক্সবাজারে নাগরিক কমিটি  বিক্ষোভ মিছিলের ঘোষণা

রামুতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে রামুতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, রামু:
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে রামুতে আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন করে দিবসের আনুষ্ঠানিক শুরু করা হয়। পরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের ফেস্টুন ও বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।

উদ্বোধন অনুষ্ঠানের পর উপজেলা পরিষদের হিমছড়ি মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ শীর্ষক আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- রামু উপজেলা নির্বাহী ককর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলম এ সভায় সভাপতিত্ব করেন। সভায় শুভেচ্ছা বক্তৃতা করেন, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহছেন শরীফ।

প্রধান অতিথির বক্তৃব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলাম বলেন, দুর্নীতি শুধুমাত্র আর্থিক বিষয় না। আবার স্বার্থের বিপরীতে দাঁড়ালেই দুর্নীতিতে পর্যবসিত হবেন তাও না। আগে নিজের অবস্থানকে শুদ্ধতার মধ্যে রাখতে হবে। ইগো-প্রতিহিংসা দূর করতে হবে। আত্মীয়তাকে ঠকাচ্ছি কিনা বুঝতে হবে।

ইউএনও মো. রাশেদুল ইসলাম আরও বলেন, দুর্নীতি সামাজিক স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং সমতার জন্য হুমকি স্বরুপ। তাই দূর্নীতি মোকাবেলা ও নির্মূল করার জন্য সম্মিলিত প্রচেষ্টা দরকার। এজন্য সবক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সততা বৃদ্ধির জন্য কার্যকরি পদক্ষেপ নিতে হবে। দুর্নীতি প্রতিরোধে সাধারণ জনগণকে উৎসাহিত করতে হবে। জনসম্পৃক্ততা ছাড়া দুর্নীতি দমন করা যায় না। বর্তমানে তারুণ্যের যে উচ্ছ্বাস-অঙ্গীকার, তার পরিকল্পিত পদক্ষেপে দেশকে দুর্নীতি মুক্ত করতে সবাইকে দেশ প্রেমিক হিসেবে কাজ করতে হবে।

রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদ শহীদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথির বক্তৃতা করেন, বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. অসীম বরণ সেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম চৌধুরী, রামু পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক, জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, কক্সবাজার জেলা স্কাউটস সহ-সভাপতি আ ন ম আজগর হোছাইন, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ, শিক্ষক বখতেয়ার আহমদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন রামু উপজেলার সভাপতি হাফেজ আহমদ, অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা ইঞ্জিনিয়ার তরুন বড়ুয়া, রামু চৌমুহনী বনিক সমবায় সমিতির সভাপতি মো. রুহুল আমিন রকি, রামু ল্যাবরেটরি স্কুল পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।

আলোচনা সভায় বক্তারা বলেছেন- পরিবার থেকেই দূর্নীতির বিরুদ্ধে নৈতিক শিক্ষা দিতে হবে। যেভাবে ধর্মীয় শিক্ষা শিশুরা প্রথম পরিবার থেকে পায়। শিশুবয়সে শিশুদের সৎ, সৃজনশীল মানসিকতা তৈরী করার পরিবেশ সৃষ্টি করতে হবে। তারুণ্যের সম্পৃক্ততায় একতা গড়ে তোলে, দেশকে দুর্নীতি মুক্ত করতে সকলকে এগিয়ে আসতে হবে।

সোমবার সকাল ১০টায় রামুতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন, রামু উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলাম এবং দুদক পতাকা উত্তোলন করেন, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলম। ফেস্টুন ও বেলুন উড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে রামু উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক র‌্যালি বের করা হয়। পরে র‌্যালিটি রামু-কক্সবাজার মহাসড়কে মানববন্ধন অংশ নেয়। আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবসের এসব কর্মসূচিতে প্রশাসনের কর্মকর্তা, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, স্কাউট, দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
খালেদ শহীদ, রামু। ৯ ডিসেম্বর ২০২৪




Developed by e2soft Technology