
নিজস্ব প্রতিবেদক: রামুতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পরিবারের সদস্যদের বকনা ও ষাড় বিতরণ করা হয়েছে। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় বকনা ও গরু হৃষ্টপুষ্টকরণ প্যাকেজের জন্য নির্বাচিত সুফলভোগীদের মাঝে বকনা, ষাড় ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রামু উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলাম।
বৃহষ্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৫৩ জন উপকারভোগীকে বকনা ও ষাড় বিতরণ করা হয়। এরমধ্যে ৪৪ জনকে বকনা (স্ত্রী বাছুর) এবং ৯ জনকে ষাড় বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে রামু উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. অসীম বরণ সেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প) ডা. আজিজা আক্তার ঝিনুক, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) শাহাদাত করিমসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
রামু উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. অসীম বরণ সেন জানিয়েছেন- এসব উপকারভোগীদের ইতিপূর্বে গৃহ নির্মাণ সামগ্রীও বিতরণ করা হয়েছে। উপকারভোগীদের বিতরণকৃত বকনা (বাছুর) ও ষাড়ের জন্য বিনামূল্যে গো-খাদ্য সহায়তা দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।