সিবিএল রিপোর্ট :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজনীতির ভুল এবং তার পরিণতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন।
তিনি বলেন, “রাজনীতিতে যদি ভুল হয়, তার খেসারত দিতে হয়। যে পাকিস্তানের জন্য এ দেশের মানুষ ১৯৪৬ সালে লড়াই করেছে, যে মুসলিম লীগ ছিল এ দেশের এক অবিসংবাদিত দল, তাদের ভরাডুবি হলো ভুল রাজনীতির কারণে। এসব বিষয় আমাদের রাজনীতিদেরা অনেক সময় খেয়াল করেন না; যেমন এখন।”
তরুণদের ভূমিকায় আলোকপাত
সাক্ষাৎকারে মির্জা ফখরুল ছাত্র ও তরুণদের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, **“আমাদের মধ্যে অনেকে, বিশেষ করে বিএনপির মধ্যে অনেকে বলেন, ছেলেরা কি সব একাই করেছে? সত্য কথা, আমরা ১৫ বছর ধরে লড়াই করেছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি, জেলে গেছি। তারপরও শেষ লাথিটা গোলে কে মেরেছে? ছাত্ররা।”
তিনি আরও বলেন, “ছাত্র–তরুণ যার পিছুটান নেই, সে ভ্যানগার্ড। আমরা যারা বয়স্ক, তারা পেছনে ফিরে তাকাই, পরিবার আছে—এসব কথা চিন্তা করি। কিন্তু ছাত্র–তরুণ–যুবকেরা সেটা করে না, তারা বুক পেতে দেয়।”
আন্দোলনে নতুন দিশা
তিনি রংপুরের সাম্প্রতিক আন্দোলনের প্রসঙ্গে বলেন, “সাঈদ রংপুরে যেভাবে দাঁড়াল, সেটা ছিল আন্দোলনের টার্নিং পয়েন্ট। এসব বিষয় আপনাদের চিন্তা করতে হবে। সুতরাং ছাত্রদের সঙ্গে আমাদের কখনো কোনো দূরত্ব সৃষ্টি করা যাবে না। মনে রাখতে হবে, তারা তরুণ, তাদের অনেক উদ্দীপনা।”
ছাত্রদের কথা বলার অধিকার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “ছাত্ররা অনেক কথা বলছে, বলবে। কারণ, তাদের বলার অধিকার আছে।”
রাজনীতিতে তরুণদের ভূমিকাকে গুরুত্ব দিয়ে বিএনপি মহাসচিব তার বক্তব্যে আন্দোলনের ধারাবাহিকতা এবং ঐক্যের ওপর জোর দিয়েছেন।
*Source: Prothom Alo*
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।