শিরোনাম
সেন্টমার্টিন নিয়ে যে ব্যাখ্যা দিলেন পর্যটন উপদেস্টা রামু-উখিয়ার প্রাচীন জনগোষ্ঠি আবদুল আলী সিকদার বংশের ইছালে ছওয়াব মাহফিল ২৫ ডিসেম্বর রামু সোনালী অতীত ফুটবল ক্লাবে সংবর্ধিত মারমেইড বীচ রিসোর্টের কব্জায় থাকা সরকারী জমি উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রধান নির্বাচন কমিশনারের মা-বাবার রেখে যাওয়া সব সমস্ত সম্পদ দিয়ে গড়া হয়েছে শিক্ষা প্রতিষ্টান সেন্টমার্টিনে যেতে নিবন্ধন সহ যা করতে হবে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করছে দি টেরিটোরিয়াল নিউজ (টিটিএন): সৌরভ দেব সম্পাদক হিসেবে যোগদান সেনাবাহিনী প্রধানের কক্সবাজার পরিদর্শন: নতুন অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিশেষায়িত প্রতিষ্ঠান উদ্বোধন শুধু নির্বাচন দেওয়াটাই আমাদের কাজ নয়: উপদেষ্টা নাহিদ ‘রাজনীতিতে ভুল হলে খেসারত দিতে হয়: মির্জা ফখরুল

মারমেইড বীচ রিসোর্টের কব্জায় থাকা সরকারী জমি উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিবিএল রিপোর্ট :
কক্সবাজারের রামু উপজেলার পেঁচারদ্বীপ সৈকতের বালুচরের উপর নির্মিত অন্তত ৫ একর এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিনব্যাপি অভিযান চালিয়ে দখলমুক্ত করে উপজেলা প্রশাসন। সাগরপাড়ের ওইসব সরকারি জমি দখল করে রেখেছিলো মারমেইড বীচ রিসোর্ট নামের একটি প্রতিষ্ঠান।

বালিয়াড়িতে স্থাপনা গড়ে সেখানে করা হতো ফুল মুন পার্টি। সেখানে একটি কাঠের সাঁকোও গড়ে তোলা হয়েছিলো।

অভিযান পরিচালনাকারী রামু উপজেলা সহকারি কমিশনার ভূমি সাজ্জাদ জাহিদ রাতুল জানান, দিনব্যাপি ওই অভিযানে বালুচরে গড়ে তোলা  অন্তত ৩০ টি অবৈধ কটেজ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের নির্দেশে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সাজ্জাদ জাহিদ।

এদিকে বৃহস্পতিবারের উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যম কর্মীদের উপরেও মারমেইড বীচ রিসোর্ট  কর্তৃপক্ষের লোকজন হেনস্তা করারও অভিযোগ উঠেছে।

সেখানে দায়িত্ব পালন করতে যাওয়া একাধিক গণমাধ্যমকর্মীরা জানান, তারা ছবি তুলতে গেলে রিসোর্টের লোকজন বাঁধা প্রদান করে। এক পর্যায়ে সংবাদকর্মীদের উপর চড়াও হয়। তবে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেন।




Developed by e2soft Technology