শিরোনাম
রয়েল টিউলিপ নয়, এখন সী পার্ল বীচ রিসোর্ট — নাম বিভ্রান্তি ও বাস্তবতা দ্বীপ উপজেলা মহেশখালীতে শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল এবং মেহেদি বাই কানিজের মধ্যে সমঝোতা স্মারক সই রামু উপজেলার পর শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে উখিয়ায় অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বিদেশি মুদ্রা বিনিময়ে কক্সবাজারে সংকট: পর্যটনের অগ্রযাত্রায় বড় প্রতিবন্ধকতা শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে রামুতে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত পরিষদের সভাপতি আশফাক উদ্দীন আহমদ ও সম্পাদক নুরুল আবছার সিকদার। কক্সবাজার জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৫১ সদস্যের নতুন কমিটি গঠন। বাংলা বাজার নিবাসী নুরুল কবিরের মৃত্যু: খিজারীয়ান ৮৬’র শোক রামুতে তুলিপ সেন গুপ্তের একক সংগীতানুষ্ঠান ‘তোমায় গান শুনাবো’

মারমেইড বীচ রিসোর্টের কব্জায় থাকা সরকারী জমি উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিবিএল রিপোর্ট :
কক্সবাজারের রামু উপজেলার পেঁচারদ্বীপ সৈকতের বালুচরের উপর নির্মিত অন্তত ৫ একর এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিনব্যাপি অভিযান চালিয়ে দখলমুক্ত করে উপজেলা প্রশাসন। সাগরপাড়ের ওইসব সরকারি জমি দখল করে রেখেছিলো মারমেইড বীচ রিসোর্ট নামের একটি প্রতিষ্ঠান।

বালিয়াড়িতে স্থাপনা গড়ে সেখানে করা হতো ফুল মুন পার্টি। সেখানে একটি কাঠের সাঁকোও গড়ে তোলা হয়েছিলো।

অভিযান পরিচালনাকারী রামু উপজেলা সহকারি কমিশনার ভূমি সাজ্জাদ জাহিদ রাতুল জানান, দিনব্যাপি ওই অভিযানে বালুচরে গড়ে তোলা  অন্তত ৩০ টি অবৈধ কটেজ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের নির্দেশে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সাজ্জাদ জাহিদ।

এদিকে বৃহস্পতিবারের উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যম কর্মীদের উপরেও মারমেইড বীচ রিসোর্ট  কর্তৃপক্ষের লোকজন হেনস্তা করারও অভিযোগ উঠেছে।

সেখানে দায়িত্ব পালন করতে যাওয়া একাধিক গণমাধ্যমকর্মীরা জানান, তারা ছবি তুলতে গেলে রিসোর্টের লোকজন বাঁধা প্রদান করে। এক পর্যায়ে সংবাদকর্মীদের উপর চড়াও হয়। তবে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেন।




Developed by e2soft Technology