
সিবিএল ডেস্ক: মাগুরায় নির্যাতনের শিকার শিশুটির অবস্থা আরও সংকটাপন্ন হয়ে উঠেছে। বর্তমানে সে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকার শিশু বিভাগের পিআইসিইউ’তে (Pediatric Intensive Care Unit) চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, শিশুটির চিকিৎসায় প্রতিদিন স্ট্যান্ডার্ড আইসিইউ প্রটোকল অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। আজ মঙ্গলবার শিশুটি চারবার কার্ডিয়াক অ্যারেস্টের (Cardiac Arrest) শিকার হয়েছে এবং সিপিআর (CPR) প্রদানের মাধ্যমে তাকে স্থিতিশীল করা হয়েছে। এছাড়া, তার রক্তে লবণের ভারসাম্যহীনতার কারণে ডায়ালাইসিস করা হচ্ছে। শিশুটির রক্তচাপ ৬০/৪০ এ নেমে এসেছে, যা আরও নিম্নমুখী হওয়ার আশঙ্কা রয়েছে।
সম্মিলিত সামরিক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড শিশুটির জীবন রক্ষার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, গত ৮ মার্চ ২০২৫, সন্ধ্যা ছয়টায় শিশুটি সংকটাপন্ন অবস্থায় সিএমএইচ ঢাকায় ভর্তি হয়।
বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।