কক্সবাজারের আলোকিত মুখ মফিজুর রহমান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ
সিবিএল নিউজ: ঢাকাস্থ কক্সবাজারবাসীর সুপরিচিত সংগীতশিল্পী ও ঢাকা সরকারি সংগীত কলেজের নজরুল সংগীত বিভাগের বিভাগীয় প্রধান মফিজুর রহমান (৫১) আজ সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
১৯৭৩ সালের ৪ জানুয়ারি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বরইতলি গ্রামে জন্মগ্রহণ করেন মফিজুর রহমান। বরইতলি উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষাপাঠ শেষে ও নজরুল সংগীত চর্চার মাধ্যমে তিনি সারা দেশের সংগীতপ্রেমীদের মন জয় করেছেন। অমায়িক ব্যবহার, সুরের প্রতি নিবেদন, এবং ভালোবাসার বন্ধনে তিনি সবার কাছেই হয়ে উঠেছিলেন প্রিয় এক ব্যক্তি।
ঢাকাস্থ কক্সবাজার সমিতির সাংস্কৃতিক সম্পাদক হিসেবে তার অবদান ছিল অনন্য। তার মৃত্যু কক্সবাজারবাসী ও সংগীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।
মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকাহত পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।