ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে কক্সবাজারে নাগরিক কমিটি বিক্ষোভ মিছিলের ঘোষণা
সিবিএল নিউজ: ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ০৬ ডিসেম্বর ২০২৪ ইং (শুক্রবার), কক্সবাজারে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা ও জাতীয় নাগরিক কমিটি কক্সবাজার।
বিক্ষোভ মিছিলটি জুমার নামাজের পর তারাবনিয়ারছড়া জামে মসজিদের সামনে থেকে শুরু হবে। মিছিলটি কক্সবাজার শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘুনগাছতলা চত্বরে এসে শেষ হবে। সেখানে মিছিল-পরবর্তী একটি পথসভা অনুষ্ঠিত হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
হামলার নিন্দা জানিয়ে আয়োজকরা বলেন, এ ধরনের কর্মকাণ্ড প্রতিবেশী দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। তারা শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভের মাধ্যমে এ ঘটনার প্রতিবাদ জানাবেন।
বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সাধারণ জনগণ ও সংশ্লিষ্ট সংগঠনের সদস্যদের আহ্বান জানানো হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।