শিরোনাম
রয়েল টিউলিপ নয়, এখন সী পার্ল বীচ রিসোর্ট — নাম বিভ্রান্তি ও বাস্তবতা দ্বীপ উপজেলা মহেশখালীতে শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল এবং মেহেদি বাই কানিজের মধ্যে সমঝোতা স্মারক সই রামু উপজেলার পর শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে উখিয়ায় অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বিদেশি মুদ্রা বিনিময়ে কক্সবাজারে সংকট: পর্যটনের অগ্রযাত্রায় বড় প্রতিবন্ধকতা শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে রামুতে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত পরিষদের সভাপতি আশফাক উদ্দীন আহমদ ও সম্পাদক নুরুল আবছার সিকদার। কক্সবাজার জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৫১ সদস্যের নতুন কমিটি গঠন। বাংলা বাজার নিবাসী নুরুল কবিরের মৃত্যু: খিজারীয়ান ৮৬’র শোক রামুতে তুলিপ সেন গুপ্তের একক সংগীতানুষ্ঠান ‘তোমায় গান শুনাবো’

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রামু উপজেলা শাখার শপথ ও পিকনিক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রামু: বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রামু উপজেলা শাখার শপথ ও পিকনিক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) রামুর ‘জগত জ্যোতি চিলড্রেন ওয়েল ফেয়ার হোমে’ দিনব্যাপী আয়োজনে অনুষ্ঠিত হয় বাপা রামুর শপথ অনুষ্ঠান ও পিকনিক। শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা সভাপতি এইচ এম এরশাদ। গত ৫ ডিসেম্বর ৩১সদস্যবিশিষ্ট বাপা রামু উপজেলা কমিটি গঠিত হয়।

অনুষ্ঠানে রামুর প্রাণকেন্দ্র চৌমুহনী ষ্টেশন সৌন্দর্য্যবর্ধণে অনন্য অবদানের জন্য রামু চৌমুহনী বণিক সমবায় সমিতিকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অতিথিদের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করেন, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি মো. রুহুল আমিন রকি।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রামু উপজেলা শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে আলোচনা করেন, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সুবীর বড়ুয়া বুলু, রামু সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মুজিবুল হক, জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, প্রকৌশলী মনজুর হাছান ভূঁইয়া, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ইঞ্জি: তরুন বড়ুয়া, বেসরকারি সেবামুলক সংগঠনের কর্মকর্তা প্রসুন বড়ুয়া, জগত জ্যোতি চিলড্রেন ওয়েল ফেয়ার হোমের ভাইস-প্রেসিডেন্ট প্রবাল বড়ুয়া নিশান ও রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি মো. রুহুল আমিন রকি। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, বাংলাদেশ বেতারের সংগীত প্রযোজক বশিরুল ইসলাম, রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, রামু কোমলমতি শিশু নিকেতন সভাপতি রাজিব বড়ুয়া, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাজর্ষি বড়ুয়া ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রামু উপজেলা শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ আলম প্রমুখ।

বিকালে অনুষ্ঠিত হয় অতিথি ও বাপা নেতৃবৃন্দ অংশগ্রহণে এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রামু উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক সায়েদ জুয়েল ও সাংগঠনিক সম্পাদক জাবেদ আনোয়ারের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত হয় ক্রীড়া অনুষ্ঠান।




Developed by e2soft Technology