শিরোনাম
রামুতে নির্মাণ সেবাপ্রতিষ্ঠান ‘বাড়ি নকশা’ উদ্বোধন রামুতে উৎসবমুখর আনন্দে অনুষ্ঠিত বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের ক্লাস পার্টি বাপা রামু উপজেলার নতুন কমিটি গঠিত: মোহাম্মদ আলম সভাপতি, সায়েদ জুয়েল সাধারণ সম্পাদক, জাবেদুল আনোয়ার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত রামুর কাউয়ারখোপ হাকিম রকিমা ও এসএইচডি মডেল হাই স্কুলে: শিক্ষার্থীদের সততা ও ন্যায়চর্চা শেখাতে সততা স্টোর উদ্বোধন আইএলও-নেতৃত্বাধীন উদ্যোগে জলবায়ু-স্মার্ট কার্যক্রম, লিঙ্গ-অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও নারী ও যুবদের জন্য মর্যাদাপূর্ণ কর্মসংস্থান সুযোগের উপর গুরুত্বারোপ রাঙামাটির নৈসর্গিক সৌন্দর্যে অনুষ্ঠিত রামু প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কে একই পরিবারের পাঁচজন নিহত: সড়ক নিরাপত্তা নিশ্চিত ও মহাসড়ক ৬ লেনের দাবি টুয়াকের নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি রামুতে জ্ঞানপাঠক মোহাম্মদ মুজিবুল হক স্মরণসভা অনুষ্ঠিত কক্সবাজারের ভূমিকা আন্তর্জাতিক মঞ্চে—বালিতে অংশ নিল PHALS প্রতিনিধি দল

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রামু উপজেলা শাখার শপথ ও পিকনিক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রামু: বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রামু উপজেলা শাখার শপথ ও পিকনিক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) রামুর ‘জগত জ্যোতি চিলড্রেন ওয়েল ফেয়ার হোমে’ দিনব্যাপী আয়োজনে অনুষ্ঠিত হয় বাপা রামুর শপথ অনুষ্ঠান ও পিকনিক। শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা সভাপতি এইচ এম এরশাদ। গত ৫ ডিসেম্বর ৩১সদস্যবিশিষ্ট বাপা রামু উপজেলা কমিটি গঠিত হয়।

অনুষ্ঠানে রামুর প্রাণকেন্দ্র চৌমুহনী ষ্টেশন সৌন্দর্য্যবর্ধণে অনন্য অবদানের জন্য রামু চৌমুহনী বণিক সমবায় সমিতিকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অতিথিদের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করেন, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি মো. রুহুল আমিন রকি।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রামু উপজেলা শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে আলোচনা করেন, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সুবীর বড়ুয়া বুলু, রামু সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মুজিবুল হক, জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, প্রকৌশলী মনজুর হাছান ভূঁইয়া, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ইঞ্জি: তরুন বড়ুয়া, বেসরকারি সেবামুলক সংগঠনের কর্মকর্তা প্রসুন বড়ুয়া, জগত জ্যোতি চিলড্রেন ওয়েল ফেয়ার হোমের ভাইস-প্রেসিডেন্ট প্রবাল বড়ুয়া নিশান ও রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি মো. রুহুল আমিন রকি। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, বাংলাদেশ বেতারের সংগীত প্রযোজক বশিরুল ইসলাম, রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, রামু কোমলমতি শিশু নিকেতন সভাপতি রাজিব বড়ুয়া, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাজর্ষি বড়ুয়া ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রামু উপজেলা শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ আলম প্রমুখ।

বিকালে অনুষ্ঠিত হয় অতিথি ও বাপা নেতৃবৃন্দ অংশগ্রহণে এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রামু উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক সায়েদ জুয়েল ও সাংগঠনিক সম্পাদক জাবেদ আনোয়ারের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত হয় ক্রীড়া অনুষ্ঠান।






সর্বশেষ

Developed by e2soft Technology