শিরোনাম
সেন্ট মার্টিন ফেরত ৭১ যাত্রী নিয়ে মাঝ সমুদ্রে বিকল এম বি গ্রীণ লাইন আবদুল আলী সিকদার বংশের ২২তম ইছালে ছওয়াব মাহফিল সম্পন্ন আধুনিক সমাজ গঠনের অঙ্গীকারে পূর্ব জোয়ারিয়ানালা এলাকাবাসীর মতবিনিময় জাতীয় নাগরিক কমিটি, কুতুবদিয়া রাইজিং-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ মারা গেছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতীয় নাগরিক কমিটি কক্সবাজারের সংবাদ সম্মেলন জাতীয় নাগরিক কমিটির ফেইসবুক পেইজ এখন ব্লু বেইজ ভেরিফাইড সোনার পাড়া বীচে হাসিঘর ফাউন্ডেশন’র শীত উৎসব জন দুর্ভোগে নুনিয়া ছড়া বাসী জাতীয় নাগরিক কমিটি কক্সবাজার সদর এর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতীয় নাগরিক কমিটি কক্সবাজারের সংবাদ সম্মেলন

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতীয় নাগরিক কমিটি কক্সবাজারের সংবাদ সম্মেলন

সিবিএল নিউজ: ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, বিশেষত জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদদের স্মৃতি বিকৃত করে ব্যঙ্গাত্মক প্রচারণা ও গুপ্ত হত্যার প্রতিবাদে জাতীয় নাগরিক কমিটি কক্সবাজারের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৯ ডিসেম্বর ২০২৪ রোজ বৃহস্পতিবার সকাল ১১টায় কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এএসএম সুজা উদ্দিন ও কক্সবাজার সদর থানা কমিটির সংগঠক ওমর ফারুক।
উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, জাতীয় নাগরিক কমিটির সদর কমিটির সংগঠক নুরুল আবছার, খালেদ, মো. কামরুল হাসান, নিহালসহ অন্যান্য প্রতিনিধি এবং রামু উপজেলার প্রতিনিধিরা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সম্প্রতি কক্সবাজারে যুবলীগের এক সদস্য অভ্যুত্থানের শহীদ আবু সাঈদকে ব্যঙ্গ করে কন্টেন্ট তৈরি করে প্রচার করেছে। এটি কেবল শহীদ আবু সাঈদের প্রতি অপমান নয়, বরং পুরো গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে চরম অবমাননাকর আচরণ।

এছাড়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সাহসী শিক্ষার্থীদের গুপ্তহত্যা এবং হুমকির বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এ সময় বক্তারা মুনতাকিম আলিফ, তাজবির হোসেন শিহান, ওয়াজেদ আলম সীমান্ত এবং জসিমের হত্যাকাণ্ডের দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সরকার, প্রশাসন এবং সাধারণ জনগণের উদ্দেশ্যে ছয় দফা দাবি উত্থাপন করা হয়:

১. ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাদের কালো টাকার উৎস অনুসন্ধান এবং ব্যাংক হিসাব জব্দ।
২. আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থ সদস্যদের অপসারণ এবং বাহিনী পুনর্গঠন।
৩. আন্দোলন দমনে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার।
৪. প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্ট সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা।
৫. অনুপস্থিত জনপ্রতিনিধিদের অপসারণ এবং প্রশাসক নিয়োগ।
৬. বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সুরক্ষা পরিকল্পনা।

বক্তারা মানবাধিকার সংগঠন, বিবেকবান নাগরিক এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সংহতি প্রদর্শনের আহ্বান জানান। তারা উল্লেখ করেন, “ফ্যাসিবাদের মূল উৎপাটন করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।”

সংবাদ সম্মেলনে বক্তারা জাতীয় ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিরোধে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।




Developed by e2soft Technology