শিরোনাম
রামুতে নির্মাণ সেবাপ্রতিষ্ঠান ‘বাড়ি নকশা’ উদ্বোধন রামুতে উৎসবমুখর আনন্দে অনুষ্ঠিত বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের ক্লাস পার্টি বাপা রামু উপজেলার নতুন কমিটি গঠিত: মোহাম্মদ আলম সভাপতি, সায়েদ জুয়েল সাধারণ সম্পাদক, জাবেদুল আনোয়ার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত রামুর কাউয়ারখোপ হাকিম রকিমা ও এসএইচডি মডেল হাই স্কুলে: শিক্ষার্থীদের সততা ও ন্যায়চর্চা শেখাতে সততা স্টোর উদ্বোধন আইএলও-নেতৃত্বাধীন উদ্যোগে জলবায়ু-স্মার্ট কার্যক্রম, লিঙ্গ-অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও নারী ও যুবদের জন্য মর্যাদাপূর্ণ কর্মসংস্থান সুযোগের উপর গুরুত্বারোপ রাঙামাটির নৈসর্গিক সৌন্দর্যে অনুষ্ঠিত রামু প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কে একই পরিবারের পাঁচজন নিহত: সড়ক নিরাপত্তা নিশ্চিত ও মহাসড়ক ৬ লেনের দাবি টুয়াকের নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি রামুতে জ্ঞানপাঠক মোহাম্মদ মুজিবুল হক স্মরণসভা অনুষ্ঠিত কক্সবাজারের ভূমিকা আন্তর্জাতিক মঞ্চে—বালিতে অংশ নিল PHALS প্রতিনিধি দল

পেশাদারিত্ব ও আত্মমর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকবে রামুর সাংবাদিকরা

রামু প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সাধারণ সভায় বক্তারা:
পেশাদারিত্ব ও আত্মমর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকবে রামুর সাংবাদিকরা

নিজস্ব প্রতিবেদক: রামুতে পেশাদারিত্ব ও আত্মমর্যাদা রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বার্থান্বেষীরা বরাবরই সম্প্রীতির রামুতে সাংবাদিকদের বিভাজন করে, ফায়দা আদায়ে তৎপর। পরিস্থিতির সুযোগে অনেকেই ব্যবহার করছে সাংবাদিকতাকে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে গণমাধ্যম, ক্ষতিগ্রস্ত হচ্ছে সাংবাদিকদের পেশাদারিত্ব ও আত্মমর্যাদা। এ জন্যে রামুতে সাংবাদিকদের ঐক্য ধরে রাখার বিকল্প নেই। রামু প্রেসক্লাবকে ঐক্যবদ্ধ সাংগঠনিক কার্য পরিচালনা করতে হবে। সোমবার (১২ মে) রামু প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন।

সোমবার বিকাল ৪টায় উপজেলা পরিষদের হিমছড়ি মিলনায়তনে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন, রামু প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লাহ আল মামুন।

ত্রি-বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সাংবাদিকদের আলোচনা ও পরামর্শে সাংগঠনিক কার্যক্রমকে সুদৃঢ় করতে এবং অগ্রযাত্রাকে পরিকল্পিত পরিকল্পনায় ধরে রাখতে রামু প্রেসক্লাবের মেয়াদকাল আরও ছয় মাস বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়। ছয় মাস পরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রামু প্রেসক্লাবের নির্বাচন আয়োজনে ঐক্যমত পোষণ করে সভায় বক্তব্য দেন সাংবাদিকরা। সভায় দৈনিক দৈনন্দিনের রামু প্রতিনিধি এএইচএম জয়নাল আবেদীনকে রামু প্রেসক্লাবের সহযোগী সদস্য করার সিদ্ধান্ত গৃহিত হয়।

রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদের সঞ্চালনায় ত্রি-বার্ষিক সাধারণ সভায় বক্তৃতা করেন, সাবেক সভাপতি ও কার্যনির্বাহী সদস্য খালেদ শহীদ, সহ-সভাপতি খালেদ হোসেন টাপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো, দপ্তর সম্পাদক হাসান তারেক মুকিম, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সহ-প্রচার সম্পাদক আবুল কাশেম সাগর, কার্যনির্বাহী সদস্য জহির উদ্দিন খন্দকার, মুহাম্মদ আবু বকর ছিদ্দিক ও কফিল উদ্দিন, সদস্য প্রসূন বড়ুয়া, হামিদুল হক, এসএম হুমায়ন কবির, কামাল হোসেন, এমএইচ আরমান, নুরুল হক সিকদার, মিজানুল হক, মোহাম্মদ আবদুল্লাহ প্রমুখ। প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের পবিত্র কুরআন তেলাওয়াতে সভা শুরু করা হয়।

রামু প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় অধিবেশন সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামু প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাফর, রামু প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি সুনীল বড়ুয়া, এটিএন নিউজের কক্সবাজার জেলা প্রতিনিধি অর্পণ বড়ুয়া ও রামু প্রেসক্লাব (একাংশ) সভাপতি নুরুল ইসলাম সেলিম।

সভায় রামু প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এসএম জাফর বলেন, ‘ভুল-ভ্রান্তি ও ব্যক্তিস্বার্থ পরিহার করে সাংবাদিকদের অভিন্ন প্লাটফর্মে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাংবাদিকদের সাহসী ও আদর্শিক হতে হবে এবং সততার মধ্যে থাকতে হবে। তবেই সমাজ ও দেশ উপকৃত হবে। রামু প্রেসক্লাব আমাদের প্রাণের সংগঠন। এ সংগঠনকে ঐক্যবদ্ধ রাখতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে’।

রামু প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সুনীল বড়ুয়া বলেন, ‘সাংবাদিকরা জনমানুষের প্রতীক। গণমতের প্রতিনিধি। প্রেসক্লাব কোন রাজনৈতিক দলের সংগঠন নয়। প্রেসক্লাব অরাজনৈতিক সংগঠন। প্রেসক্লাব পেশাদার সাংবাদিকদের সংগঠন। সাংবাদিকতা পেশাকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করা যাবে না। রামুর সাংবাদিকতার মান অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক ভালো অবস্থানে আছে। এটা ধরে রাখতে হলে রামুর সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে’।

এটিএন নিউজের কক্সবাজার জেলা প্রতিনিধি অর্পন বড়ুয়া বলেন, ‘সাহিত্য-সংস্কৃতির উর্বর ভূমি রামু উপজেলার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন ত্বরান্বিত করতে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা রেখে আসছে। আগামীতেও ঐক্যবদ্ধ থেকে রামুর উন্নয়নে সাংবাদিকদের লেখনী অব্যাহত রাখতে হবে’।

দ্বিতীয় অধিবেশন সভায় ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ নেতৃত্বাধিন কমিটি সাথে একীভূত হয়ে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করে বক্তৃতা করেন, রামু প্রেসক্লাব (একাংশ) সভাপতি নুরুল ইসলাম সেলিম।

দ্বিতীয় অধিবেশন সভায় আরও বক্তৃতা করেন, সাংবাদিক আবদুল মালেক সিকদার, কায়েদ আলম কায়সার, এএইচএম জয়নাল আবেদীন, মো. শাহজাহান, মো. ইলিয়াছ প্রমূখ।






সর্বশেষ

Developed by e2soft Technology