শিরোনাম
“রোগ প্রতিরোধ, সৌন্দর্য আর সুস্থতায় মধুর জুড়ি নেই” এনসিপি চট্টগ্রাম বিভাগের দায়িত্বে এ এস এম সুজা উদ্দিন টুয়াকের বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উদযাপন টুয়াক আহবায়কের বিশ্ব পর্যটন দিবস ২০২৫ এর শুভেচ্ছা বাণী উইমেন ট্যুরিজম লিডার্স অ্যাওয়ার্ড”: পর্যটনে অবদান রাখা ৭ নারীকে সম্মাননা রামুতে আর্ন্তজাতিক শান্তি দিবস উপলক্ষ্যে পিএফজি’র র‌্যালী ও আলোচনা সভা রামুতে অফিসেরচর চর পাড়াবাসীর নৌকা বাইচ অনুষ্ঠিত নুরুল আবছার সিকদারকে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান করলেন নোবেল জয়ী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। পর্যটনবান্ধব অবকাঠামো ও জনসেবা নিশ্চিত করতে কক্সবাজারে কর্মশালা অনুষ্ঠিত ন্যায্য চাকরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে কক্সবাজারের ট্যুর অপারেটরদের অঙ্গীকার

পশ্চিম এস. এম. পাড়া হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের শিক্ষা সফর অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের পশ্চিম এস. এম. পাড়া হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আনন্দঘন শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারি, শনিবার, হেফজখানা ও এতিমখানার অর্ধশতাধিক শিক্ষার্থী এবং পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে ডুলাহাজরা সাফারি পার্কে এই শিক্ষা সফরের আয়োজন করা হয়।

শৃঙ্খলাপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এই সফরে শিক্ষার্থীরা সাফারি পার্কের বিভিন্ন প্রজাতির পশু-পাখির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়। তারা পার্কের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি শিক্ষামূলক অভিজ্ঞতা অর্জন করে।

মধ্যাহ্নভোজ শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ-নাত ও ইসলামী সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতিব জনাব আমীরুল ইসলাম মীর। এছাড়াও সভাপতিত্ব করেন মোহাম্মদ উল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেক্রেটারি জনাব জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি জনাব মিজানুর রহমান মিলকী, অর্থ সম্পাদক জামাল উদ্দীন, সহ-অর্থ সম্পাদক নবীউল হক, সাংগঠনিক সম্পাদক জনাব ওসমান সরওয়ার, সহ-সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দীন চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক হাজী ছুরত আলম, উপদেষ্টা পরিষদের সদস্য জনাব মোঃ জাকারিয়া, শিক্ষক জনাব হাফেজ রেজাউল করিম ও জনাব শিহাব উদ্দিন, এবং সদস্য ইয়াছিন আরফাত ও মোহাম্মদ উল্লাহ।

সফরটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।




Developed by e2soft Technology