শিরোনাম
কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কে একই পরিবারের পাঁচজন নিহত: সড়ক নিরাপত্তা নিশ্চিত ও মহাসড়ক ৬ লেনের দাবি টুয়াকের নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি রামুতে জ্ঞানপাঠক মোহাম্মদ মুজিবুল হক স্মরণসভা অনুষ্ঠিত কক্সবাজারের ভূমিকা আন্তর্জাতিক মঞ্চে—বালিতে অংশ নিল PHALS প্রতিনিধি দল রক্তদান কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানে সম্মাননা পেল কোয়ান্টাম সোনাদিয়া দ্বীপে রয়েছে সাত লাখ টন মূল্যবান খনিজ সম্পদ কক্সবাজারে পৌরসভা ও ব্র্যাকের উদ্যোগে বিশ্ব শহর দিবস উদযাপন ১৮৫ দেশ ভিসা ছাড়াই ঘুরে বেড়ানো যায় যে পাঁচ দেশের পাসপোর্টে 🇱🇰 শ্রীলংকা বনাম 🇧🇩 বাংলাদেশ ট্যুরিজম: কোথায় এগিয়ে, কোথায় পিছিয়ে? ইনানী নয়, পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিন যাবে নুনিয়া ছড়া থেকে

পর্যটন অংশীজনের সাথে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের মত বিনিময়

পর্যটনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সাথে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন এর মতবিনিময়

বার্তা পরিবেশক:

২৮ অক্টোবর ২০২৪, সোমবারে প্রাকৃতিক ভারসাম্য ও বৈচিত্র্যময় পর্যটন , এথিকাল বিজনেস ডেভেলপমেন্ট ও টেকসই নিরাপত্তা সংক্রান্তে কক্সবাজার পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন অংশী জনের সাথে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা সমুদ্র সৈকতে অপার সম্ভাবনা ও ছোটখাটো বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। শুধু তাই না সম্মিলিত প্রয়াসে কিভাবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রাকৃতিক ভারসাম্যময় পর্যটন শিল্প ও অধিকতর এথিক্যাল বিজনেস স্ট্যান্ডার্ড ও ডেভেলপমেন্ট করা যায়, সে সংক্রান্তে কথা বলেন।

এ প্রসংগে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম জানান, আমরা সকলের সাথে সুদৃঢ় বন্ধন রাখতে চাই, আরো মতবিনিময় ও আলোচনা করতে চাই, কেননা আমরা সম্মিলিতভাবেই কক্সবাজারের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে চাই।

উক্ত মতবিনিময় সভায় হোটেল মালিক সমিতির সভাপতি, সম্পাদক, কিটকট মালিক সমিতির সভাপতি, হর্স রাইডিং এর সভাপতিসহ বিভিন্ন পর্যটন হোটেলের মালিক,  ম্যানেজার, সিকিউরিটি অফিসার সহ বিভিন্ন পক্ষের অংশীজনরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে পুলিশের পক্ষে পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন, অতিরিক্ত পুলিশ সুপার,  সহকারী পুলিশ সুপার,  পুলিশ ইন্সপেক্টরবৃন্দ, সাব-ইন্সপেক্টরবৃন্দ সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য উপস্থিত ছিলেন।

সভায় সকলেই কালের ধারাবাহিকতায় কক্সবাজারকে বিশ্বের সেরা ট্যুরিস্ট ডেস্টিনেশনে রুপান্তরের প্রত্যাশা ও প্রার্থনা করেন।




Developed by e2soft Technology