
সিবিএল : কক্সবাজারে সমাজকল্যাণে অসাধারণ অবদান ও জৈষ্ঠদের আদর্শ-সেবার জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি’ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ জাতীয় পুরস্কার পেলেন সায়মুন সংসদ এর সভাপতি কক্সবাজার সিটি কলেজ সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নুরুল আবছার সিকদার।
১৫ সেপ্টেম্বর দুপুর ১১ টা ১৭ মিনিটে নোবেল জয়ী প্রধান উপদেষ্টার শাপলা হলে ড. মুহাম্মদ ইউনূসের হাত থেকে এই অ্যাওয়ার্ড তুলে নেন। এসময় উপদেষ্টা আসিফ মাহমুদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
তাছাড়া ২৪ সালেও জাতীয় যুব সংগঠক পুরস্কার পেয়েছিলেন।
০১। জন্ম ও পরিবার :- তিনি ১৯৮৬ খ্রি.২রা জানুয়ারি কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ড আলীর জাঁহালস্হ প্রায় ৪০০ শত বছরের স্থায়ী বাসিন্দা মুক্তিযোদ্বে সহায়তাকারী আলহাজ্ব শামশুল হক সিকদারের ০৫ পুত্র ও ০৫ কন্যা সন্তানের মধ্যে ৩য় পুত্র সন্তান,ভাই-বোন সবাই পোস্ট গ্রাজুয়েট,
মাতা- মহীয়সী নারী মরহুমা ছফুরা খাতুন।চাচা,মাষ্টার মো: হোসাইন(অব:),দাদা,মরহুম মিয়া হোসেন।
০২। কর্মজীবন:-
কক্সবাজার সিটি কলেজ(বেসরকারি)সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং রামু সেনানিবাস শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বা’উবিতে সৈনিকদের কোর্স টিউটর।
০৩ । শিক্ষা জীবন:-
কক্সবাজার হাশেমিয়া মাদ্রাসা থেকে ২০০০ খ্রি.বিজ্ঞান বিভাগে দাখিল ও ২০০২ খ্রি.আলিম ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান নিয়ে অনার্স-মাস্টার্স ও ট্যুরিজম নিয়ে এমফিল করে। তিনি এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত সবগুলো প্রথম বিভাগে পাশ করেন।
০৪। জাতীয় পুরস্কারসমূহ :
২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর সমাজকল্যাণে অসাধারণ অবদান ও বয়স্কদের সম্মান-সেবার জন্য “ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড”জাতীয় পুরস্কারে ভূষিত (সারাদেশে ২য়,৩ জনের মধ্যে) হয়।মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল জয়ী প্রফেসর ড.মো: ইউনুস পুরস্কার প্রদান করেন এবং
২০২৪ সালের ১ নভেম্বর স্বেচ্ছাসেবী সংগঠন সায়মুন সংসদকে নেতৃত্ব ও সামাজিক কাজের স্বীকৃতিস্বরূপ জাতীয় পুরস্কারপ্রাপ্ত যুব সংগঠকে পুরস্কারে ভূষিত হয় (সারাদেশে ২য়,৩ জনের মধ্যে) মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া পুরস্কার প্রদান করেন।
৫। বিভাগীয় ও জেলা পুরষ্কার:-
২০১১খ্রি.চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে আন্ত:বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে বিভাগীয় পর্যায়ে সেরা খেলোয়ার পুরস্কার পান।২০২৩ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কারে ভূষিত এবং ২০১৯ খ্রি.জেলায় সমাজকল্যাণে অবদানের জন্য স্বীকৃতি লাভ করে।
০৬। ক্রীড়া সংগঠক পুরস্কার:
উনার আরেক নাম ক্রীড়াবিদ।তিনি ২০০১ থেকে অদ্যাবধি ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের একাধিক আয়োজকসহ ক্রিকেট খেলায় সুনাম অর্জন করেন এবং সায়মুন সংসদ কর্তৃক আয়োজিত বিভিন্ন টুর্নামেন্ট তিনি পরিচালনা করছেন।২০২৪ ও ২০১৭ খ্রি.জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক।
৭।জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগঠন:
তিনি ২০২৫ খ্রি.জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত পরিষদের সাধারণ সম্পাদক ও ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ডী পরিষদের সভাপতি মনোনীত হন।
৮। বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ :-
কক্সবাজারে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে ১৯ জুলাই, ৩ আগস্ট,৪ আগস্ট অসহযোগ আন্দোলন এবং ৫ আগস্ট এক দফার লং মার্চে রাজপথে অংশগ্রহণ করেন
০৯। সামাজিক ও অন্যান্য দায়িত্ব:
উনার নেতৃত্বে পুনর্গঠন হওয়া ৩৯ বছরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘সায়মুন সংসদ’ এ ২০১৫ থেকে অদ্যাবধি সভাপতির দায়িত্ব পালন করছেন, উল্লেখ্য ২০০১ থেকে তিনি উক্ত সংগঠনের ক্রীড়া সম্পাদকের দায়িত্বে ছিলেন, বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কক্সবাজার হাশেমিয়া মাদ্রাসা ও ২০০০ সালের ব্যাচের এলামনাই এসোসিয়েশনের সদস্য, সমাজবিজ্ঞান ফোরাম কক্সবাজার জেলা সভাপতি, জেলা শিশু কল্যাণ বোর্ড ও অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতির সদস্য,শান্তির জন্য ধর্ম, আন্ত:ধর্মীয় আন্তর্জাতিক সামাজিক জোট কক্সবাজার জেলার প্রচার সম্পাদক।
১০। সুবিধাবঞ্চিত উপকারভোগীর সংখ্যা:
উনার নেতৃত্বে সায়মুন সংসদের মাধ্যমে ২০১৫ -২০২৫ পর্যন্ত সর্বমোট সুবিধাবঞ্চিত উপকারভোগীর সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ৩৪৭ জন।
১১। বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব:
২০০৫-২০১০ পর্যন্ত টানা ৩য় বার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তঃহল ক্রীড়া ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি। উল্লেখ্য,ক্রিকেটে মারমুখী ওপেনিং ব্যাটসম্যান হওয়ার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উনাকে শহীদ আফ্রিদি বলে ডাকা হতো!
১২ ।শিক্ষক সংগঠন:-
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এবং ২০১৮ খ্রি.বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি(ভারপ্রাপ্ত) ছিলেন।
১৩। সততার নজীর স্থাপন:
২০১৯ খ্রি.এক মুক্তিযোদ্ধার হারিয়ে যাওয়া ১ লাখ ৭০ হাজার টাকা ফেরত দেয়ার কারণে তিনি সততার দৃষ্টান্ত দেখিয়েছিলেন যেটি ভাইরাল হয়েছিল।
১৪। গণমাধ্যম :- অনলাইন পোর্টাল Saimoon News এর সম্পাদক ও প্রকাশক।
১৫। প্রিজাইডিং অফিসার: –
ফ্যাসিবাদী সরকার জাতীয় কোন নির্বাচন উনাকে দায়িত্ব দেয়নি কিন্তু ২০১৬ খ্রি. ইউনিয়ন,২০১৯ খ্রি. উপজেলা ও ২০২১ খ্রি. ইউনিয়ন পরিষদ নির্বাচনে “প্রিজাইডিং অফিসার”দায়িত্ব পেয়ে সততা,দক্ষ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
১৬।বিভিন্ন প্রশিক্ষণ -ঃ-
TTis শিক্ষক প্রশিক্ষণ এবং যুব উন্নয়ন অধিদপ্তর থেকে কম্পিউটার প্রশিক্ষণ,আনসার ভিডিপি ট্রেনিং,পল্লী উন্নয়ন একাডেমি প্রশিক্ষণ নেন।
১৭।বিদেশ ভ্রমণ:-
২০১২ খ্রি. রমজানে ওমরা হজ্ব পাল,২০১২ ও ২০১৮ ভারত,দুবাই ও মায়ানমার সফর করেছেন বলে জানা যায়।
১৮।বৈবাহিক জীবন:
২০১৬ সালে বৈবাহিক জীবনে আবদ্ধ হন। বর্তমানে ২ কন্যা ও এক পুত্র সন্তানের বাবা। স্ত্রী,সুফিয়া আখতার, ২০১৯ খ্রি.কক্সবাজার সরকারী কলেজ থেকে উদ্ভিদ বিজ্ঞান নিয়ে মাস্টার্স পাশ করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।