ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের সমর্থনে সার্জিস আলমের মন্তব্য
সিবিএল রিপোর্ট :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন সার্জিস আলম। তিনি তার ফেসবুক পেইজে বলেন, ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত চলমান আন্দোলনে হলের ছাত্রদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ ছিল। আলম উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগের সদস্য হতে বাধ্য হওয়া শিক্ষার্থীরা মূলত নিরাপত্তা এবং সুযোগ সুবিধার জন্যই এই পথে যান।
তিনি বলেন, আন্দোলনের ১৬-১৭ দিনের সময়ে প্রায় ৮০% শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, যাদের ক্লিন ইমেজ আন্দোলনের প্রেক্ষাপটকে শক্তিশালী করেছে। আলম দাবি করেন, এদের সাহসিকতার কারণে অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে যুক্ত হতে পেরেছিলেন, এবং আন্দোলনকে রাজনৈতিকভাবে অন্য কোনো দল বা সরকারবিরোধী ট্যাগ দেওয়া সম্ভব হয়নি।
সার্জিস আলম আন্দোলনের সময় যাদের বিরুদ্ধে অন্যায় হয়েছিল তাদের পাশে দাঁড়িয়ে, তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিরুদ্ধে অবস্থান নেন। তিনি বলেন, যারা আন্দোলনে অংশ নিয়েছে তাদের দিকে আঙুল তোলার আগে সিস্টেমের দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা উচিত।
তিনি স্পষ্ট করেন, “যারা ন্যায়ের পক্ষে রাজপথে নেমেছে, তারা আমার ভাই। আমি তাদের পক্ষে থাকবো।” এই বক্তব্যের মাধ্যমে আলম আন্দোলনের ইতিহাস এবং তার সহযোদ্ধাদের প্রতি তার আস্থা ও সমর্থন ব্যক্ত করেছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।