শিরোনাম
স্মৃতিকথা, গান, কবিতায় স্মরণ: সব্যসাচী লেখক আশীষ কুমার ছিলেন একজন সার্থক আধুনিক কবি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইনে উন্নীত করার দাবিতে: রামুতে মানববন্ধন ও সমাবেশ রামু রাবার বাগান শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি আবছার মিয়া, সাধারণ সম্পাদক নুরুল হাসান উখিয়ায় হাসিঘর ফাউন্ডেশন প্রীতি বীচ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত: ‘আলফা ফুটবল একাদশ’ ৪-৩ গোলে হারিয়েছে ‘ব্রাভো ফুটবল একাদশ’কে পেশাদারিত্ব ও আত্মমর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকবে রামুর সাংবাদিকরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি’র বিক্ষোভ মিছিল কক্সবাজারে ইউনিয়ন হসপিটালে Global Med Lab Week 2025 অনুষ্ঠিত। রামু সরকারি কলেজে ছাত্র অধিকার সংঘের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নানার বাড়ির দীঘির পাড়ে কবরস্থানে চির নিন্দ্রায় শায়িত লেখক-গবেষক শিক্ষক নুরুল আজিজ চৌধুরী বাফুফে টেকনিক্যাল সেন্টারের প্রস্তাবিত জমিতে উচ্ছেদ আতংকিত গ্রামবাসীর মানববন্ধন

নন্দিত খতীব ও ইসলামী বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ সড়ক দুর্ঘটনায় আহত

সিবিএল রিপোর্ট : বিখ্যাত ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ   ১৬ নভেম্বর দিবাগত রাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। মাহফিল শেষে পরিবারসহ ফেরার পথে টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে তার গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 

দুর্ঘটনায় তিনি বুকে, চোখে এবং পিঠে আঘাতপ্রাপ্ত হন। তবে আল্লাহর অশেষ রহমতে তিনি বর্তমানে আশঙ্কামুক্ত। টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বিশেষ করে চোখের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পরিবার থেকে জানানো হয়েছে, তিনি এখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পূর্ণ বিশ্রামে আছেন। এ ঘটনায় বিভিন্ন ভুল তথ্য প্রচারিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা। সঠিক তথ্য না জেনে গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

তার আশু আরোগ্য ও পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করা হয়েছে। চিকিৎসার অগ্রগতি সম্পর্কে পরবর্তী আপডেট যথাসময়ে জানানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।




Developed by e2soft Technology