শিরোনাম
রয়েল টিউলিপ নয়, এখন সী পার্ল বীচ রিসোর্ট — নাম বিভ্রান্তি ও বাস্তবতা দ্বীপ উপজেলা মহেশখালীতে শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল এবং মেহেদি বাই কানিজের মধ্যে সমঝোতা স্মারক সই রামু উপজেলার পর শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে উখিয়ায় অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বিদেশি মুদ্রা বিনিময়ে কক্সবাজারে সংকট: পর্যটনের অগ্রযাত্রায় বড় প্রতিবন্ধকতা শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে রামুতে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত পরিষদের সভাপতি আশফাক উদ্দীন আহমদ ও সম্পাদক নুরুল আবছার সিকদার। কক্সবাজার জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৫১ সদস্যের নতুন কমিটি গঠন। বাংলা বাজার নিবাসী নুরুল কবিরের মৃত্যু: খিজারীয়ান ৮৬’র শোক রামুতে তুলিপ সেন গুপ্তের একক সংগীতানুষ্ঠান ‘তোমায় গান শুনাবো’

ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কক্সবাজার জেলার ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এবং আইপিডিসি ফিন্যান্সের সহযোগিতায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সিবিএল নিউজ: শনিবার (১১ জানুয়ারি) কক্সবাজার পৌরসভার কুতুবদিয়াপাড়া প্রাথমিক ও উপকূলীয় মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশন কেন্দ্রীয় ট্যুরিজম বিষয়ক সম্পাদক এবং টুয়াকের (ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার) সাবেক প্রচার সম্পাদক মো. সাঈদ ফরহান। এসময় আরও উপস্থিত ছিলেন ধ্রুবতারার কক্সবাজার টিমের সদস্য মো. মিনহাজ, বেলাল উদ্দিন, শাহরিয়ার রিয়াজসহ অন্যান্য ভলেন্টিয়ারবৃন্দ।

অনুষ্ঠানে ধ্রুবতারা কক্সবাজার জেলা সভাপতি রবিউল হাসান রাশেদ বলেন, “আমরা নতুন বছরকে স্বাগত জানিয়ে আইপিডিসির সহযোগিতায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে গর্বিত। উপকূলীয় ও পাহাড়ি জনপদের অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা আমাদের সবসময় থাকে। এই উদ্যোগ তারই অংশ। এবার কক্সবাজার জেলার দুইটি স্থানে শীতবস্ত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছি—একটি উপকূলীয় অঞ্চল এবং আরেকটি পাহাড়ি অঞ্চল।”

উল্লেখ্য, ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশন সবসময় মানবিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সচেষ্ট। এই উদ্যোগ তাদের এ ধারাবাহিকতারই অংশ।




Developed by e2soft Technology