শিরোনাম
রামু সরকারি কলেজে শিক্ষার মানোন্নয়নের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান সড়ক দুর্ঘটনায় কলাতলীর মুক্তিযোদ্ধার পুত্র নিহত জাতীয় নাগরিক কমিটি কক্সবাজারের উদ্যোগে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে মিছিল ও পথসভা অনুষ্ঠিত রামুতে তারুণ্যের উৎসব আন্তঃ স্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত রামুতে শুভ মাঘী পূর্ণিমা উদযাপন পরিষদ গঠিত কক্সবাজার সরকারি কলেজে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রামু উপজেলা শাখার শপথ ও পিকনিক অনুষ্ঠিত ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শীতার্তদের পাশে কসউবি ২০১১ ব্যাচ কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কক্সবাজার জেলার ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এবং আইপিডিসি ফিন্যান্সের সহযোগিতায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সিবিএল নিউজ: শনিবার (১১ জানুয়ারি) কক্সবাজার পৌরসভার কুতুবদিয়াপাড়া প্রাথমিক ও উপকূলীয় মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশন কেন্দ্রীয় ট্যুরিজম বিষয়ক সম্পাদক এবং টুয়াকের (ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার) সাবেক প্রচার সম্পাদক মো. সাঈদ ফরহান। এসময় আরও উপস্থিত ছিলেন ধ্রুবতারার কক্সবাজার টিমের সদস্য মো. মিনহাজ, বেলাল উদ্দিন, শাহরিয়ার রিয়াজসহ অন্যান্য ভলেন্টিয়ারবৃন্দ।

অনুষ্ঠানে ধ্রুবতারা কক্সবাজার জেলা সভাপতি রবিউল হাসান রাশেদ বলেন, “আমরা নতুন বছরকে স্বাগত জানিয়ে আইপিডিসির সহযোগিতায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে গর্বিত। উপকূলীয় ও পাহাড়ি জনপদের অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা আমাদের সবসময় থাকে। এই উদ্যোগ তারই অংশ। এবার কক্সবাজার জেলার দুইটি স্থানে শীতবস্ত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছি—একটি উপকূলীয় অঞ্চল এবং আরেকটি পাহাড়ি অঞ্চল।”

উল্লেখ্য, ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশন সবসময় মানবিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সচেষ্ট। এই উদ্যোগ তাদের এ ধারাবাহিকতারই অংশ।




Developed by e2soft Technology