শিরোনাম
“রোগ প্রতিরোধ, সৌন্দর্য আর সুস্থতায় মধুর জুড়ি নেই” এনসিপি চট্টগ্রাম বিভাগের দায়িত্বে এ এস এম সুজা উদ্দিন টুয়াকের বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উদযাপন টুয়াক আহবায়কের বিশ্ব পর্যটন দিবস ২০২৫ এর শুভেচ্ছা বাণী উইমেন ট্যুরিজম লিডার্স অ্যাওয়ার্ড”: পর্যটনে অবদান রাখা ৭ নারীকে সম্মাননা রামুতে আর্ন্তজাতিক শান্তি দিবস উপলক্ষ্যে পিএফজি’র র‌্যালী ও আলোচনা সভা রামুতে অফিসেরচর চর পাড়াবাসীর নৌকা বাইচ অনুষ্ঠিত নুরুল আবছার সিকদারকে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান করলেন নোবেল জয়ী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। পর্যটনবান্ধব অবকাঠামো ও জনসেবা নিশ্চিত করতে কক্সবাজারে কর্মশালা অনুষ্ঠিত ন্যায্য চাকরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে কক্সবাজারের ট্যুর অপারেটরদের অঙ্গীকার

দ্বীপ উপজেলা মহেশখালীতে শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন”

সিবিএল নিউজ: কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে আজ অনুষ্ঠিত হলো ‘ক্যারিয়ার টকস অন জব অপরচুনিটি জেনারেশন ফর উইমেন অ্যান্ড ইয়ুথ’ শীর্ষক এক উৎসাহব্যঞ্জক কর্মসূচি, যেখানে শতাধিক স্থানীয় নারী ও তরুণ অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর ISEC ট্যুরিজম সেক্টর সাপোর্ট ইমপ্লিমেন্টেশন পার্টনারশিপ ইনিশিয়েটিভ-এর আওতায় এনরুট কর্তৃক আয়োজিত এই আয়োজনে বক্তারা পর্যটন খাতে কর্মসংস্থানের অপার সম্ভাবনা এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পথ নিয়ে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ হেদায়েত উল্যাহ্‌ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের স্বাগত জানান এবং বলেন, “মেধার সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি বর্তমান যুগে টেকনিক্যাল স্কিল অর্জনের প্রয়োজনীয়তা অপরিসীম। তিনি আরও বলেন, আমাদের দেশে এখনো কোয়ালিফাইড রিসোর্সের ঘাটতি রয়েছে, যা জাতীয় উন্নয়নের পথে একটি বড় চ্যালেঞ্জ। তাই তিনি সকল পেশার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান এবং বলেন, চাকরির জন্য সবসময় কক্সবাজার বা মহেশখালীর বাইরের কোনো বড় শহরে যেতে হবে এমনটি নয়। মহেশখালীতেই পর্যটন শিল্পের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব”।
এছাড়া একটি বিশেষ প্যানেল আলোচনায় ইস্টার্ন হোটেল ম্যানেজমেন্ট এর প্রতিষ্ঠাতা কাজী নাসির উদ্দিন, ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর কনভেনার ও ট্রাভেল মার্ক এর সি ই ও মিজানুর রহমান মিল্কি, আল্লাহওয়ালা হ্যাচারী’র এক্সিকিউটিভ ডিরেক্টর তানিয়া কাশেম, সি পার্ল হোটেল-এর এইচ আর ম্যানেজার মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, ব্র্যাক থেকে স্কীলস কো-অর্ডিনেটর মোহাম্মদ ইউসুফ ও মহেশখালী যুব উন্নয়ন থেকে মোঃ শাকিল অংশগ্রহণকারীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
সমাপনী বক্তব্যে আইএলও এর কনসাল্টেন্ট মোহাঃ মোস্তাফিকুর রহমান বলেন, “দেশের উন্নয়নে তরুণদের দক্ষতা অর্জন করে এগিয়ে আসতে হবে। তাদের উদ্যোগ ও সৃজনশীলতা পর্যটন সেক্টরকে করবে আরও সমৃদ্ধ ও টেকসই। দক্ষ তরুণদের অবদানে বাংলাদেশ বিশ্বে নতুনভাবে পরিচিতি পাবে।”


এই অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারীরা পর্যটন ও ইকো-ট্যুরিজম খাতে ক্যারিয়ার গঠনের সুযোগ, প্রয়োজনীয় দক্ষতা ও প্রস্তুতির উপায় সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন। তারা সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে নিজেদের সংশয় দূর করেন এবং ভবিষ্যৎ কর্মপথ সম্পর্কে দিকনির্দেশনা লাভ করেন। এ উদ্যোগ কক্সবাজার অঞ্চলে নারী ও তরুণদের পর্যটন খাতে অন্তর্ভুক্তি নিশ্চিত করে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, নারী ক্ষমতায়ন এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সহায়তা করবে বলে আয়োজকগণ আশাবাদ ব্যক্ত করেন।




Developed by e2soft Technology