
রামুতে সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’র ইফতার মাহফিলে সুশীল সমাজের আহ্বান:
দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে
নিজস্ব প্রতিবেদক, রামু: সুশাসনের জন্য নাগরিক সুজন রামু উপজেলা কমিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা বলেছেন,
দেশের সর্বস্তরের ছাত্রজনতার রক্ত এভাবে বৃথা যেতে পারেনা। মানুষ এই দমবন্ধ পরিস্থিতির জন্য পরিবর্তন করেনি। যে প্রত্যাশা নিয়ে দেশের মানুষ জীবন দিয়েছেন। সুশীল সমাজের নেতৃবৃন্দরা পরিবর্তনের ডাক দিয়েছেন। সেই প্রত্যাশা পূরণ হচ্ছেনা। বরং সাধারণ মানুষ বর্তমান আইনশৃংখলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে খুবই উদ্বিগ্ন। এভাবে চলতে পারেনা। শনিবার (২২ মার্চ) বিকালে সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ রামু উপজেলা শাখার ইফতার মাহফিলে বক্তারা এ কথা বলেন।
বর্তমান অন্তর্বতী সরকারের প্রতি আহবান জানিয়ে সুজন নেতৃবৃন্দরা বলেন, দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা জরুরী। একই সাথে বিগত পতিত আওয়ামীলীগ সরকারের মত মিথ্যা মামলা বা হয়রানী মুলক মামলার সংস্কৃতি থেকে সরে আসতে হবে।
রামু পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ রামু উপজেলা শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ আলম। স্বাগত বক্তব্য রাখেন, ‘সুজন’ রামু উপজেলার সহ-সভাপতি হোসনে আরা বেগম।
‘সুজন’ রামু উপজেলার সাধারণ সম্পাদক আবদুল হাশেমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ কক্সবাজার জেলা সহ-সভাপতি হোসাইনুল ইসলাম মাতব্বর, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, ‘সুজন’ রামু উপজেলার সহ-সভাপতি মো. মুজিবুল হক, বাংলাদেশ বেতার সংগীত প্রযোজক বশিরুল ইসলাম, হাজী এম এ কালাম সরকারি কলেজের শিক্ষক নীলোৎপল বড়ুয়া, এইচ এস ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর শওকত, সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, সংস্কৃতি কর্মী মানসী বড়ুয়া, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজনীন আক্তার মেরী প্রমুখ।
সুশানের জন্য নাগরিক ‘সুজন’ রামু উপজেলা শাখার ইফতার মাহফিলে রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদ শহীদ, ইনস্টিটিউট অব মিউজিকের নির্বাহী পরিচালক এইচ বি পান্থ, রামু বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল আমিন, রামু প্রেসক্লাব যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো, রামু ফুটবল ট্রেনিং সেন্টারের পরিচালক সুপন বড়ুয়া শিপন, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধি ও সুজন সদস্যরা উপস্থিত ছিলেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।