শিরোনাম
“রোগ প্রতিরোধ, সৌন্দর্য আর সুস্থতায় মধুর জুড়ি নেই” এনসিপি চট্টগ্রাম বিভাগের দায়িত্বে এ এস এম সুজা উদ্দিন টুয়াকের বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উদযাপন টুয়াক আহবায়কের বিশ্ব পর্যটন দিবস ২০২৫ এর শুভেচ্ছা বাণী উইমেন ট্যুরিজম লিডার্স অ্যাওয়ার্ড”: পর্যটনে অবদান রাখা ৭ নারীকে সম্মাননা রামুতে আর্ন্তজাতিক শান্তি দিবস উপলক্ষ্যে পিএফজি’র র‌্যালী ও আলোচনা সভা রামুতে অফিসেরচর চর পাড়াবাসীর নৌকা বাইচ অনুষ্ঠিত নুরুল আবছার সিকদারকে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান করলেন নোবেল জয়ী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। পর্যটনবান্ধব অবকাঠামো ও জনসেবা নিশ্চিত করতে কক্সবাজারে কর্মশালা অনুষ্ঠিত ন্যায্য চাকরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে কক্সবাজারের ট্যুর অপারেটরদের অঙ্গীকার

দখলমুক্ত হলো রামু চৌমুহনী ও পঞ্জেখানা বাজার

প্রশাসন ও সওজের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ: দখলমুক্ত হলো রামু চৌমুহনী ও পঞ্জেখানা বাজার

নিজস্ব প্রতিবেদক, রামু
রামু উপজেলার বাণিজ্যের প্রাণকেন্দ্র চৌমুহনী স্টেশন এবং রামু সেনানিবাস ও বিজিবি সদর দপ্তরের অদূরের ব্যবসাকেন্দ্র পাঞ্জেখানা বাজারের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকালে চৌমুহনী স্টেশনে ও বিকালে রাজারকুল ইউনিয়নের পাঞ্জেখানা এলাকায় যৌথভাবে এ অভিযান করে রামু উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগ।

অবৈধ উচ্ছেদ অভিযানে রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ জাহিদ রাতুল, কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী (সড়ক উপ-বিভাগ-২) মোস্তফা মুন্সী সহ বাংলাদেশ সেনাবাহিনী, রামু থানা পুলিশ ও রামু ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, ব্যাটালিয়ান আনসার ও বিদ্যুৎ বিভাগ অংশ নেন।

রামুর ব্যস্ততম চৌমুহনী স্টেশন ও পাঞ্জেখানা বাজার এলাকার সড়কের দু’পাশের অবৈধ দখলে থাকায় নিত্যদিনে চলাচলে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ে। রামু চৌমুহনীতে সবসময়ই যানজট লেগে থাকতো। শুধু রামু চৌমুহনীই নয়, পঞ্জেখানা বাজারেও দীর্ঘদিনের অবৈধ দখলের যেন মহোৎসব চলছিলো। যৌথ অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়া জনজীবনে স্বস্তি নেমে এসেছে। রামুর জনগুরুত্বপূর্ণ কলঘর বাজারসহ অন্যান্য ব্যস্ততম স্টেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন সামাজিক নেতৃবৃন্দরা।

অভিযান চলাকালে রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ জাহিদ রাতুল বলেন- দিনব্যাপী উচ্ছেদ অভিযানে চৌমুহনী স্টেশন, পাঞ্জেখানা বাজারসহ আশপাশের ছোট-বড় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উচ্ছেদকৃত স্থাপনা আবারও স্থাপনের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বুধবার সকালে রামু চৌমুহনী স্টেশনের পশ্চিম পাশে স্বপ্নপুরী রাস্তার মাথা থেকে শুরু হওয়া অভিযান বিকালে পাঞ্জেখানা বাজারে শেষ হয়। দিনব্যাপী অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে নির্মাণ করা দোকান-পাট, লোহার সিঁড়ি ও অন্যান অবৈধ স্থাপনা স্কেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয়। দুপুরে রাজারকুল ইউনিয়নের পাঞ্জেখানা বাজারের দক্ষিণ পাশে প্রভাবশালী দিদারুল আলম গং কর্তৃক সওজের জমি দখল করে নির্মানাধিন বিশাল পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযান চলাকালে বিপুল জনসমাগম চোখে পড়ে।

কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী (সড়ক উপ-বিভাগ-২) মোস্তফা মুন্সী জানিয়েছেন- দীর্ঘদিন অভিযান না করার কারণে রামুর বিভিন্ন স্থানে সওজ এর জমি জবরদখলকারির দোকান-পাটসহ নানান স্থাপনা নির্মাণ করেছে। এ কারণে জনসাধারণ ভোগান্তির শিকার হয়ে আসছিলো।

রামু উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলাম জানিয়েছেন- চৌমুহনী স্টেশনসহ আশপাশের সড়কের দু’পাশে অবৈধ দখলের কারণে জনজীবন অতিষ্ঠ ছিলো। চৌমুহনীতে সবসময়ই জ্যাম লেগে থাকাই যেন নিয়তি। শুধু রামু চৌমুহনী নয়, পাঞ্জেখানা বাজারসহ আনাঁচে কানাচেঁ দীর্ঘদিনের অবৈধ দখলের যেন মহোৎসব চলছিলো। তাই ভুক্তভোগীদের দাবির প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি), সওজ কক্সবাজার, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, ব্যাটালিয়ান আনসার ও বিদ্যুৎ বিভাগ এর সমন্বয়ে যৌথ অভিযানে অবৈধ দখল উচ্ছেদে এ অভিযান দীর্ঘদিনের প্রতীক্ষার ফল। অভিযানে সার্বিক সহযোগিতার জন্য চৌমুহনী বণিক সমবায় সমিতি, সাংবাদিক, ছাত্র প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।




Developed by e2soft Technology