শিরোনাম
রামু প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এসএম জাফর সংবর্ধিত “সায়মুন সংসদ”-এর নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত রামুতে যাত্রীবাহি বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশু সন্তানসহ প্রাণ হারালেন আইনজীবী: আহত চারজন জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য হুমকি সংকীর্ণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক: ছয় লাইন করার দাবীতে রামুতে মানববন্ধন ও সমাবেশ রয়েল টিউলিপ নয়, এখন সী পার্ল বীচ রিসোর্ট — নাম বিভ্রান্তি ও বাস্তবতা দ্বীপ উপজেলা মহেশখালীতে শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল এবং মেহেদি বাই কানিজের মধ্যে সমঝোতা স্মারক সই রামু উপজেলার পর শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে উখিয়ায় অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বিদেশি মুদ্রা বিনিময়ে কক্সবাজারে সংকট: পর্যটনের অগ্রযাত্রায় বড় প্রতিবন্ধকতা শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে রামুতে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন”

“সায়মুন সংসদ”-এর নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

সিবিএল নিউজ: কক্সবাজার সদর উপজেলার আলীর জাহাল এলাকায় অবস্থিত বহুমুখী স্বেচ্ছাসেবী সংগঠন “সায়মুন সংসদ”-এর নবগঠিত কার্যনির্বাহী পরিষদের একাংশ শপথ গ্রহণ অনুষ্ঠান শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

শপথ বাক্য পাঠ করান মোহাম্মদ আজিজুল হক, পেশ ঈমাম, আলীর জাহাল কেন্দ্রীয় জামে মসজিদ। তিনি শপথ বাক্য পাঠকালে বলেন, “সায়মুন সংসদ মানবকল্যাণ, সমাজ উন্নয়ন এবং ন্যায়-নীতির পথে কাজ করে আসছে, আগামীতেও এই সংগঠন দেশ ও সমাজের কল্যাণে নিবেদিত থাকবে।”

নবগঠিত কার্যনির্বাহী পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত যুব সংগঠক অধ্যাপক নুরুল আবছার সিকদার। সহ-সভাপতি নিপু বড়ুয়া, আহমদ ছফা ও অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী। সাধারণ সম্পাদক হয়েছেন প্রকৌশলী ইমরুল শাহেদ। যুগ্ন সাধারণ সম্পাদক সোলাইমান বাদশা ও রিদুয়ানুর রহমান। দপ্তর সম্পাদক অধ্যাপক জহিরুল হক।

এ ছাড়া রয়েছেন— সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জমাং রাখাইন, অর্থ সম্পাদক আমিনুর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঈন উদ্দিন, সহ-প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল দানু, আইন ও বিচার সম্পাদক এডভোকেট রুকন উদ্দিন, পর্যটন ও প্রত্নতত্ত্ব সম্পাদক মিজানুর রহমান মিল্কী, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মোঃ রাশেদুল আরাফাত,ধর্ম ও শিশু গবেষক সম্পাদক মোহাম্মদ আইয়ুব, সহ-ধর্ম সম্পাদক তাজুল ইসলাম,কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন ফোরকান আহমদ মীর মোহাম্মদ শফিকুর রহমান (মিজবাহ),রাজীব দাশ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সায়মুন সংসদ দীর্ঘদিন ধরে দেশপ্রেম, সামাজিক উন্নয়ন, যুবসমাজের অগ্রগতি, খেলাধুলা ও সংস্কৃতির বিকাশে ভূমিকা রেখে আসছে। নতুন কার্যনির্বাহী পরিষদের মাধ্যমে এই কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।




Ads NewsCraft

সর্বশেষ

Developed by e2soft Technology