শিরোনাম
কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কে একই পরিবারের পাঁচজন নিহত: সড়ক নিরাপত্তা নিশ্চিত ও মহাসড়ক ৬ লেনের দাবি টুয়াকের নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি রামুতে জ্ঞানপাঠক মোহাম্মদ মুজিবুল হক স্মরণসভা অনুষ্ঠিত কক্সবাজারের ভূমিকা আন্তর্জাতিক মঞ্চে—বালিতে অংশ নিল PHALS প্রতিনিধি দল রক্তদান কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানে সম্মাননা পেল কোয়ান্টাম সোনাদিয়া দ্বীপে রয়েছে সাত লাখ টন মূল্যবান খনিজ সম্পদ কক্সবাজারে পৌরসভা ও ব্র্যাকের উদ্যোগে বিশ্ব শহর দিবস উদযাপন ১৮৫ দেশ ভিসা ছাড়াই ঘুরে বেড়ানো যায় যে পাঁচ দেশের পাসপোর্টে 🇱🇰 শ্রীলংকা বনাম 🇧🇩 বাংলাদেশ ট্যুরিজম: কোথায় এগিয়ে, কোথায় পিছিয়ে? ইনানী নয়, পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিন যাবে নুনিয়া ছড়া থেকে

“সায়মুন সংসদ”-এর নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

সিবিএল নিউজ: কক্সবাজার সদর উপজেলার আলীর জাহাল এলাকায় অবস্থিত বহুমুখী স্বেচ্ছাসেবী সংগঠন “সায়মুন সংসদ”-এর নবগঠিত কার্যনির্বাহী পরিষদের একাংশ শপথ গ্রহণ অনুষ্ঠান শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

শপথ বাক্য পাঠ করান মোহাম্মদ আজিজুল হক, পেশ ঈমাম, আলীর জাহাল কেন্দ্রীয় জামে মসজিদ। তিনি শপথ বাক্য পাঠকালে বলেন, “সায়মুন সংসদ মানবকল্যাণ, সমাজ উন্নয়ন এবং ন্যায়-নীতির পথে কাজ করে আসছে, আগামীতেও এই সংগঠন দেশ ও সমাজের কল্যাণে নিবেদিত থাকবে।”

নবগঠিত কার্যনির্বাহী পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত যুব সংগঠক অধ্যাপক নুরুল আবছার সিকদার। সহ-সভাপতি নিপু বড়ুয়া, আহমদ ছফা ও অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী। সাধারণ সম্পাদক হয়েছেন প্রকৌশলী ইমরুল শাহেদ। যুগ্ন সাধারণ সম্পাদক সোলাইমান বাদশা ও রিদুয়ানুর রহমান। দপ্তর সম্পাদক অধ্যাপক জহিরুল হক।

এ ছাড়া রয়েছেন— সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জমাং রাখাইন, অর্থ সম্পাদক আমিনুর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঈন উদ্দিন, সহ-প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল দানু, আইন ও বিচার সম্পাদক এডভোকেট রুকন উদ্দিন, পর্যটন ও প্রত্নতত্ত্ব সম্পাদক মিজানুর রহমান মিল্কী, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মোঃ রাশেদুল আরাফাত,ধর্ম ও শিশু গবেষক সম্পাদক মোহাম্মদ আইয়ুব, সহ-ধর্ম সম্পাদক তাজুল ইসলাম,কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন ফোরকান আহমদ মীর মোহাম্মদ শফিকুর রহমান (মিজবাহ),রাজীব দাশ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সায়মুন সংসদ দীর্ঘদিন ধরে দেশপ্রেম, সামাজিক উন্নয়ন, যুবসমাজের অগ্রগতি, খেলাধুলা ও সংস্কৃতির বিকাশে ভূমিকা রেখে আসছে। নতুন কার্যনির্বাহী পরিষদের মাধ্যমে এই কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।




Developed by e2soft Technology