শিরোনাম
ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)-এর বিশেষ সাধারণ সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন রামুতে নির্মাণ সেবাপ্রতিষ্ঠান ‘বাড়ি নকশা’ উদ্বোধন রামুতে উৎসবমুখর আনন্দে অনুষ্ঠিত বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের ক্লাস পার্টি বাপা রামু উপজেলার নতুন কমিটি গঠিত: মোহাম্মদ আলম সভাপতি, সায়েদ জুয়েল সাধারণ সম্পাদক, জাবেদুল আনোয়ার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত রামুর কাউয়ারখোপ হাকিম রকিমা ও এসএইচডি মডেল হাই স্কুলে: শিক্ষার্থীদের সততা ও ন্যায়চর্চা শেখাতে সততা স্টোর উদ্বোধন আইএলও-নেতৃত্বাধীন উদ্যোগে জলবায়ু-স্মার্ট কার্যক্রম, লিঙ্গ-অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও নারী ও যুবদের জন্য মর্যাদাপূর্ণ কর্মসংস্থান সুযোগের উপর গুরুত্বারোপ রাঙামাটির নৈসর্গিক সৌন্দর্যে অনুষ্ঠিত রামু প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কে একই পরিবারের পাঁচজন নিহত: সড়ক নিরাপত্তা নিশ্চিত ও মহাসড়ক ৬ লেনের দাবি টুয়াকের নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি রামুতে জ্ঞানপাঠক মোহাম্মদ মুজিবুল হক স্মরণসভা অনুষ্ঠিত

ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)-এর বিশেষ সাধারণ সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন

অদ্য **২৪ নভেম্বর ২০২৫ ইং**, কক্সবাজারের **হোটেল হিল টাওয়ারের হল রুমে** ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)-এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। টুয়াকের সাবেক সহসভাপতি ও প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারণ সম্পাদক **মিজানুর রহমান মিল্কীর সভাপতিত্বে** অনুষ্ঠিত এ সভায় সংগঠনের আসন্ন নির্বাচন আয়োজনের লক্ষ্যে **৩ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি** গঠন করা হয়।

সভায় টুয়াকের সাধারণ সদস্য **আবুল কাশেম, হাফিজুল করিম হাসান, হুমায়ুন কবির আজাদ** ও **স্বপন শর্মা**—নির্বাচন পরিচালনার জন্য **আজমল হুদা, মো. আনোয়ার হোসেন** ও **হুমায়ুন ইসলাম সুমনের** নাম প্রস্তাব করেন। উপস্থিত সাধারণ সদস্য এবং ভার্চুয়ালি যুক্ত সদস্যরা সর্বসম্মতভাবে এই কমিটিকে অনুমোদন দেন।

 

সভায় স্বশরীরে ও অনলাইনে ভার্চুয়ালি যুক্ত সদস্যদের মধ্যে ছিলেন— মিজানুর রহমান মিল্কী, আনোয়ার হোসাইন, কফিল উদ্দিন, আলী রাজ, নুরুল হাসান, আবুল কাশেম, মমতাজ মিয়া, হাবিব উল্লাহ, তৈয়ব উল্লাহ, রফিক উদ্দিন, ইসরাতুর রহমান, আহাদ আল মাহমুদ, হুমায়ুন ইসলাম, মুহাম্মদ আরকান, রুহুল আমিন, হাফিজুল করিম, হুমায়ুন কবির, আজমল হুদা, এস.এম. বাবর, সজিব পাল, স্বপন শর্মা, হাসান মাহমুদ, কাদের খান, এরশাদ উল্লাহ, আরিফুর রহমান, নুর মোহাম্মদ মনির, ফারুক , কাজল মহাজন, হারুন, মিজানুর রহমান, রুপন, নাছির, ওবাইদুল, আনোয়ার হোসাইন, ইমাদ, সুমন, সাহাদাত, সিদ্দিকুর রহমান, মোস্তফা জামান, ফারুক, প্রমুখ।

সভায় বক্তারা টুয়াকের চলমান কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার আহ্বান জানান এবং আসন্ন নেতৃত্ব সংগঠনকে আরও শক্তিশালী, স্বচ্ছ ও ঐক্যবদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।






সর্বশেষ

Developed by e2soft Technology