
সিবিএল নিউজ: বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে কক্সবাজারে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি। ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর সদস্যরা ব্যানার ও ফেস্টুন নিয়ে জাঁকজমকপূর্ণভাবে র্যালিতে অংশগ্রহণ করেন।
র্যালিটি সুগন্ধা বিচ পয়েন্ট থেকে শুরু হয়ে লাবনী পয়েন্টে গিয়ে শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজার জেলার নবাগত জেলা প্রশাসক মো: আবদুল মান্নান বেলুন ও পায়রা উড়িয়ে র্যালির আনুষ্ঠানিক সূচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনএর প্রতিনিধি ও ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)-এর আহবায়ক মিজানুর রহমান মিল্কী, হোটেল-মোটেল-গেস্ট হাউস ও রেস্তোরা মালিক সমিতি সহ বিভিন্ন অংশীজনসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।
দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীরা টেকসই উন্নয়নে পর্যটনের গুরুত্ব তুলে ধরেন এবং কক্সবাজারের পর্যটনকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।