শিরোনাম
রামুতে তুলিপ সেন গুপ্তের একক সংগীতানুষ্ঠান ‘তোমায় গান শুনাবো’ জলবায়ু পরিবর্তন ও নারীর অধিকার বিষয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন সভা অনুষ্ঠিত রামুতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনসুর আলী সিকদার উচ্চ বিদ্যালয়: গুগল, ফেসবুকসহ বিদেশি গণমাধ্যমে বিজ্ঞাপনের বিল পরিশোধ প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। রামুতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত: চুড়ান্ত পর্বে মনসুর আলী সিকদার উচ্চ বিদ্যালয় ও মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে আয়বর্ধক মানুষে পরিণত করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে হবে রামুতে নারী ও যুব অধিকার বাস্তবায়ন বিষয়ক সংলাপে বক্তারা: যুবরা হলেন সমাজের প্রাণশক্তি, যুব ছাড়া সমাজের উন্নয়ন সম্ভব নয়। স্মৃতিকথা, গান, কবিতায় স্মরণ: সব্যসাচী লেখক আশীষ কুমার ছিলেন একজন সার্থক আধুনিক কবি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইনে উন্নীত করার দাবিতে: রামুতে মানববন্ধন ও সমাবেশ রামু রাবার বাগান শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি আবছার মিয়া, সাধারণ সম্পাদক নুরুল হাসান

টুয়াকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত: পর্যটন উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের পর্যটন সেবায় নিয়োজিতদের রেজিস্টার্ড সংগঠন ট্যুর অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)-এর আয়োজনে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) কক্সবাজার শহরের হোটেল হিল টাওয়ার রিসোর্টের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুয়াকের আহ্বায়ক মিজানুর রহমান মিল্কী, এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য সচিব মো. আনোয়ার হোসেন ও আহ্বায়ক কমিটির সদস্য আলিরাজ জিবলু।

উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন— এএসএম সুজাউদ্দীন সুজা, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি (NCP), আনসার হোসেন, জেলা প্রতিনিধি, আমার দেশ পত্রিকা, নাবিদ আকবর, প্রতিনিধি, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (ILO), মাইনুল হাসান পলাশ, বিভাগীয় প্রধান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, কক্সবাজার সিটি কলেজ, জেলা ব্যবস্থাপক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, , নাদিম মাহমুদ, কর্মকর্তা, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, ইব্রাহিম খলিল ভূঁইয়া, টিম লিডার, এনরুট ইন্টারন্যাশনাল,  রেজাউল হক, ব্যবস্থাপক মার্কেন্টাইল ব্যাংক, এম কামরুজ্জামান ওবায়দুল, আজমল হুদা সাবেক সাধারণ সম্পাদক, টুয়াক, ট্যুর গাইড এসোসিয়েশন এর সহ-সভাপতি তারেক সবুজ, ও সাধারন সম্পাদক কামরুল হাসান বাপ্পি ও  ফয়সাল আহমেদ, প্রতিনিধি, টিম জাবা প্রমুখ

বক্তারা কক্সবাজারের পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন, পর্যটকদের নিরাপদ ও মানসম্পন্ন সেবা নিশ্চিতকরণ এবং ট্যুর অপারেটরদের স্বার্থ সংরক্ষণে টুয়াকের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা পর্যটন খাতকে এগিয়ে নিতে সরকারি-বেসরকারি সহযোগিতার ওপর গুরুত্ব দেন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

টুয়াকের আমন্ত্রণে এ ইফতার মাহফিলে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন এনজিও প্রতিনিধি, সরকারি ও বেসরকারি কর্মকর্তা, হোটেল-রেস্টুরেন্টের কর্মকর্তা ও কর্মচারী, ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সদস্যরা অংশ নেন। এছাড়া, বিভিন্ন এতিমখানার শিক্ষার্থীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যা আয়োজনকে আরও মহিমান্বিত করে তোলে।

টুয়াক দীর্ঘদিন ধরে কক্সবাজারের পর্যটন খাতের মানোন্নয়ন, পর্যটকদের স্বাচ্ছন্দ্য নিশ্চিতকরণ ও ট্যুর অপারেটরদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। সংগঠনের সদস্যরা এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে, একসঙ্গে কাজ করে কক্সবাজারকে বিশ্বের অন্যতম সেরা পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে তারা নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাবেন।




Developed by e2soft Technology