
সিবিএল: গত ১৬ এপ্রিল ২০২৫ সংগঠনের অস্থায়ী কার্যালয় ঢাকার ফকিরাপুলে জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত পরিষদের এক সাধারণ সভায় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত ২০২৪ সালের ১লা নভেম্বর জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ যুব সংগঠক ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে সারাদেশে ১ম আশফাক উদ্দীন আহমদকে সভাপতি, সফল আত্নকর্মী ক্যাটাগরি থেকে জাতীয় পর্যায়ে সারাদেশে ১ম বগুড়ার এস এ জাহিদকে সহ-সভাপতি,আত্নকর্মী ক্যাটাগরি থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় রাঙ্গামাটির সজীব চাকমাকে সহ-সভাপতি, শ্রেষ্ঠ যুব সংগঠক জাতীয় পর্যায়ে সারাদেশে ২য় কক্সবাজার সদরের নুরুল আবছার সিকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
আত্নকর্মী ক্যাটাগরি থেকে চট্টগ্রাম বিভাগীয় কোটা হতে মো:শফিউল বশরকে যুগ্ন সাধারণ সম্পাদক,সিলেট বিভাগীয় কোটা হতে মৌলভীবাজারের সুমন দেব নাথকে সহ-যুগ্ন সাধারণ সম্পাদক,আত্নকর্মী ক্যাটাগরি থেকে ময়মনসিংহ বিভাগীয় কোটা হতে মো: সাইবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক,আত্নকর্মী ক্যাটাগরি থেকে সারাদেশে ৩য় মানিকগঞ্জের ইতি আক্তারকে সহ-সাংগঠনিক সম্পাদক,
আত্নকর্মী ক্যাটাগরি থেকে জাতীয় পর্যায়ে সারাদেশে ২য় নীলফামারীর জয়নাল আবেদীনকে অর্থ সম্পাদক, ঢাকা বিভাগীয় কোটা হতে গাজীপুরের পারভীন আক্তারকে দপ্তর সম্পাদক,
শ্রেষ্ঠ যুব সংগঠক জাতীয় পর্যায়ে সারাদেশে ৩য় চুয়াডাঙ্গার জাহানারা খাতুনকে নারী বিষয়ক সম্পাদক,তৃতীয় লিঙ্গ কোটায় ঢাকার রবিউল ইসলাম রবি হিজড়াকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, খুলনা বিভাগীয় কোটা হতে মাগুড়ার কাজী আল আমিনকে যুব বিষয়ক সম্পাদক,
রংপুর বিভাগীয় কোটা হতে গাইবান্ধার মমতাজ খাতুনকে কার্যনির্বাহী সদস্য,বিশেষ চাহিদা সম্পন্ন অটিস্টিক কোটায় রাজশাহীর সিরাজগঞ্জের মোঃ জাহিদুল ইসলামকে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।
আশফাক উদ্দীন আহমদ বলেন আমরা এই সংগঠনের মাধ্যমে সারা বাংলাদেশের অবহেলিত যুব সমাজের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে জনকল্যাণমূলক বাস্তবমুখী কার্যক্রম প্রস্তাবনা তুলে ধরে সরকারের নানা মুখী সুযোগ সুবিধা যুব সমাজের জন্য পাওয়ার ক্ষেত্রে ঐক্যবদ্ধ সংগঠন অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হবে।
২০২৪ এর বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়া নুরুল আবছার সিকদার বলেন বাংলাদেশে সর্বপ্রথম ২০০৭ সাল থেকে সরকার জাতীয় যুব পুরস্কার দেয়া শুরু করে।
যেহেতু জাতীয় যুব পুরস্কারের মূল লক্ষ্য তরুণ-যুবদের কল্যাণ ও দেশের উন্নয়নের জন্য কাজ করা স্বেচ্ছাসেবকদের কৃতিত্বকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া।
সেহেতু নবগঠিত এই সংগঠনের কাজ হচ্ছে দেশের সকল বেকার তরুণ ও যুবদের গড়তে সম্মিলিত বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা এবং যুবদের বিভিন্ন সমস্যা ও যৌক্তিক দাবি বাস্তবায়নে সরকারের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখা।
তিনি বলেন ২০০৭ সাল থেকে শুরু করে আগামীতে প্রতিবছর যারা জাতীয় যুব পুরস্কার পাবে তারা সকলেই এই সংগঠনের আওতাভূক্ত হতে পারবেন এবং সারাদেশে পূর্বের সকল জাতীয় যুব পুরস্কারপ্রাপ্তদের জন্য সদস্য অন্তর্ভুক্তি চলমান রয়েছে, যে কোন সময় যোগাযোগ করেই অত্র সংগঠনের সদস্য হতে পারবেন।
নুরুল আবছার সিকদার ২০২৪ এর বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন,তিনি কক্সবাজার সিটি কলেজ (বেসরকারী) সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক,বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সভাপতি,২০১১ সালে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের সেরা খেলোয়াড় এবং ২০১৭ ও ২০২৪ সালে কক্সবাজার জেলা পর্যায়ে ক্রীড়া সংগঠক পুরস্কারে ভূষিত হয়, বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সমাজবিজ্ঞান ফোরাম কক্সবাজার জেলার সভাপতিসহ বিভিন্ন দায়িত্ব পালন করে যাচ্ছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।