শিরোনাম
প্রধান উপদেষ্টার কাতার সফরে সঙ্গী হচ্ছেন জাতীয় দলের নারী ফুটবলার কক্সবাজারের শাহেদা আক্তার রিপা কক্সবাজার- মহেশখালী নৌরুটে পরীক্ষামূলক সী- ট্রাক চালু রামুতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠিকে বকনা ও ষাড় বিতরণ বাঁকখালী নদী দখল-দূষণ মুক্ত করে, দখলবাজদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের দাবিতে স্বারকলিপি জুলাই আন্দোলনের সংগঠক ও ছাত্র প্রতিনিধিদের উপর চাদাবাজ কর্তৃক হামলার প্রতিবাদে মানব বন্ধন রামুতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ উৎসব উদযাপন কক্সবাজারে কলাতলীর চাঁদাবাজ জামাল ও ফয়সাল কর্তৃক হামলার শিকার হয়েছেন কক্সবাজারের জুলাই আন্দোলনের প্রধান সংগঠক খালিদ ও সাঈদ স্বাধীন! কক্সবাজারে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট থেকে ফিলিস্তিনে যুদ্ধ বিরতির আহবান রামুতে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ২ হাজার ৯৫৩ রামুতে খালের পানিতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু

সমাজসেবায় জাতীয় পুরস্কার পেলেন কক্সবাজারের নুরুল আবছার সিকদার

সিবিএল নিউজ:
মানুষের কল্যাণে নিরলস পরিশ্রম এবং সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে দ্বিতীয় শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কারে ভূষিত হলেন কক্সবাজারের স্বেচ্ছাসেবী সংগঠন ‘সায়মুন সংসদ’-এর কেন্দ্রীয় সভাপতি নুরুল আবছার সিকদার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় পুরস্কার কমিটি কর্তৃক সারাদেশ থেকে নির্বাচিত মোট তিনজনের মধ্যে তিনি দ্বিতীয় স্থান অর্জন করেন।

০১ নভেম্বর ২০২৪ রোজ শুক্রবার রাজধানী ঢাকায়  ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি নুরুল আবছার সিকদারের হাতে সম্মাননা ক্রেস্ট, প্রাইজমানি ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

**নুরুল আবছার সিকদার: সংক্ষিপ্ত জীবনী**

জন্ম ও পরিবার
নুরুল আবছার সিকদার ১৯৮৬ সালের ২ জানুয়ারি কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ড আলির জাঁহালে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে সহায়তাকারী আলহাজ্ব শামশুল হক সিকদারের ১০ সন্তানের মধ্যে তিনি তৃতীয় পুত্র সন্তান। তাঁর মাতা মরহুমা ছফুরা খাতুন একজন মহীয়সী নারী ছিলেন।

 শিক্ষা জীবন
২০০০ সালে দাখিল এবং ২০০২ সালে আলিম পাশের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স (২০০৯) ও মাস্টার্স (২০১০) ডিগ্রি অর্জন করেন। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম নিয়ে এমফিল করছেন।

কর্মজীবন ও শিক্ষকতা
২০১৪ সালে কক্সবাজার সিটি কলেজের সমাজবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং বর্তমানে রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের কোর্স টিউটর হিসেবে কর্মরত।

সামাজিক কর্মকান্ড ও পুরস্কার

‘সায়মুন সংসদ’-এর সভাপতি হিসেবে নুরুল আবছার সিকদার অসহায় ও সুবিধাবঞ্চিতদের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি জেলা শিশু কল্যাণ বোর্ড, বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠন ও অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির সদস্য। এছাড়া, তিনি আন্তর্জাতিক মানবতাবাদী সংগঠন ‘Apex Club of Cox’s Bazar City’-এর সভাপতি এবং ‘সায়মুন নিউজ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০১৯ সালে কক্সবাজারে পর্যটন গবেষণায় অবদানের জন্য জাতীয় সনদ লাভ করেন। ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত টানা তিনবার জাতীয় যুব সংগঠক পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।

ব্যক্তিগত জীবন
২০১৬ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বর্তমানে তাঁর স্ত্রী ও তিন সন্তান রয়েছে।

নুরুল আবছার সিকদার তাঁর নিরলস পরিশ্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করছেন, যা সমাজে তাঁকে একজন আদর্শ নেতা হিসেবে পরিচিত করেছে।




Developed by e2soft Technology