
নিজস্ব প্রতিবেদক, রামু: অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্য ও পর্যটনের প্রসারে এবং জাতীয় নিরাপত্তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। জাতীয় ও আঞ্চলিক অর্থনীতিকে শক্তিশালী করাসহ দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কটি। সীমান্তবর্তী দেশ মায়ানমারে অস্থির পরিস্থিতির কারণে যে কোন মুহুর্তে সামরিক মুভমেন্টের প্রয়োজন রয়েছে। সংকীর্ণতার কারণে জরুরী মুহুর্তে সামরিক মুভমেন্টের জন্যেও বাঁধাগ্রস্ত হবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। প্রতিদিন সংকীর্ণ এ মহাসড়কে মৃত্যুর মিছিলে স্বজনহারা হচ্ছেন শত শত পরিবার। জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অনতিবিলম্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি ছয় লাইনে উন্নীত করতে হবে।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ক কমিটি, কক্সবাজার ও রামু সম্মিলিত নাগরিক পরিষদের আয়োজনে রোববার (২৪ আগস্ট) সকাল ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু বাইপাস এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে এ দাবী জানানো হয়। রামু ও কক্সবাজারের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং আপামর জনতা এ মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহন করে। কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ক কমিটি, কক্সবাজারের সভাপতি কমরেড গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা আরও বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দেশের একটি গুরুত্বপূর্ণ সড়ক। কক্সবাজার পর্যটননির্ভর শহর হওয়ায় এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে। অথচ সরু মহাসড়কের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, তৈরি হচ্ছে যানজট। তাই জনদুর্ভোগ লাঘবে এবং নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যোগাযোগ ব্যবস্থার স্বার্থে এই মহাসড়ককে ৬ লেইনে উন্নীত করা এখন সময়ের দাবি।
রামু সম্মিলিত নাগরিক পরিষদের সদস্য ও রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- রামু সম্মিলিত নাগরিক পরিষদের আহবায়ক মাস্টার মোহাম্মদ আলম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, অবসরপ্রাপ্ত শিক্ষক কিশোর বড়ুয়া, কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ক কমিটি, কক্সবাজারের পৃষ্টপোষক সাংবাদিক এইচএম এরশাদ, সদস্য সচিব নাজিম উদ্দিন, সদস্য কামরুল হাসান, রামু সম্প্রীতি পরিষদের সাধারণ সম্পাদক ডা. কেপি দাশ, প্রকৌশলী মঞ্জুর হাসান ভূঁইয়া, রামু সর্বজনীন কেন্দ্রীয় কালী মন্দিরের পুরোহিত সুবীর ব্রাক্ষ্মন চৌধুরী বাদল, রামু পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মুজিবুল হক, সুশাসনের জন্য নাগরিক সুজন রামু শাখার সহ সভাপতি হোসনে আরা বেগম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ‘বাপা’ রামুর সহ-সভাপতি প্রকৌশলী তরুন বড়ুয়া, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, রামু লেখক ফোরামের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, এনজিও কর্মকর্তা নুরুল কবির, ‘আমরা কক্সবাজার’ শহর শাখার সভাপতি মমতাজ শফিনা আজিম, ডিএলডিসি প্লাটফর্ম কক্সবাজার সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন সুমন, সিইএইচআরডিএফ এর প্রধান নির্বাহী মো. ইলিয়াছ মিয়া, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি রামু উপজেলার সাধারণ সম্পাদক দীপক বড়ুয়া, বিএনপি নেতা মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, রামু উপজেলা পিকআপ চালক শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূট্টো প্রমূখ।
মানববন্ধন ও সমাবেশে রামু প্রেস ক্লাব, সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ রামু উপজেলা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ‘বাপা’, রামু পাবলিক লাইব্রেরী, খিজারীয়ান ৮৬, এসএসসি ৯৮ ব্যাচ, এসএসসি ৯৯ ব্যাচ, জাগ্রত-৯৬, রামু সম্প্রীতি পরিষদ, রামু ফুটবল ট্রেনিং সেন্টার, লম্বরীপাড়া আলোর দিশারী যুব পরিষদসহ রামু উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহন করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।