সিবিএল নিউজ: শুক্রবার সকাল ১০ ঘটিকায় রামুর বাইপাসস্থ এক মিলনায়তনে জাতীয় নাগরিক কমিটি রামু উপজেলার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জানাক কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম সূজা উদ্দিন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, যে পরিবর্তনের স্বপ্নে ৫ আগস্টের আবির্ভাব হয়েছিল সে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষকে রাজনীতি সচেতন এবং রাজনীতির সাথে যুক্ত করতে হবে।
প্রতিটি গ্রামে প্রতিটি শ্রেণী পেশার মানুষের কাছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের উপলব্ধি তৈরি করতে কাজ করে যেতে হবে।
এতে আরো বক্তব্য রাখেন কক্সবাজার সদর প্রতিনিধি মোহাম্মদ খালিদ বিন সাঈদ, ইলিয়াস মিয়া, রামু উপজেলা প্রতিনিধি রিদুয়ানুর রহমান, মোহাম্মদ শাহেদ, মাওলানা সাইফুল ইসলাম, এস এম নজরুল ইসলাম, আহমদুল হক, ইমরান মির্জা সোহেল, মোরশেদ আলম, ফারিয়া মনি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রামু উপজেলা ছাত্র প্রতিনিধি যায়েদ বিন আমান।
বক্তারা বলেন, এরইমধ্যে একটি পক্ষ আমাদের বিরুদ্ধে এবং চলমান আন্দোলনকে বাঁধাগ্রস্থ করতে ঘৃন্য তৎপরতা চালাচ্ছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ঐক্য ধরে রেখে প্রতিটি ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম বেগবান করার প্রতি গুরুত্বারোপ করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।