শিরোনাম
ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) কক্সবাজার জেলা শাখার গ্র্যান্ড ইফতার অনুষ্ঠিত আন্তর্জাতিক পর্যায়ে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের সাফল্য কক্সবাজারে টেকসই পর্যটন শক্তিশালী করতে “বৈচিত্র্যময় ট্যুর প্যাকেজ উন্নয়ন কর্মশালা” অনুস্টিত সুলতানি আমলের আদলে ঈদ উদযাপনের উদ্যোগ ইউআইইউ এমবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে: সুজন ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি’র বোর্ড সভায় সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্র প্রসারিত করার ঐক্যমত ঈদ উপলক্ষে কক্সবাজারে ভেজালবিরোধী মোবাইল কোর্ট, তিন প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা রামুতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ‘বাপা’র পরিবেশ বিষয়ক সভা ও ইফতার মাহফিল টুয়াকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত: পর্যটন উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

জাতীয় নাগরিক কমিটি টেকনাফ প্রতিনিধি কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

সিবিএল নিউজ: রাষ্ট্র সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে গঠিত জাতীয় নাগরিক কমিটির টেকনাফ প্রতিনিধি কমিটির পরিচিতি সভা ২৮ ডিসেম্বর শনিবার টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে। সভাটি শুরু হয় সদস্য মৌলভী সাদেক হোছাইনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সভার সঞ্চালনা করেন প্রতিনিধি সদস্য সায়েম সিকদার এবং সভাপতিত্ব করেন দেলোয়ার হোছাইন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা সংগঠক মুহাম্মদ ওমর ফারুক। তিনি রাখাইন স্টেটের পরিবর্তিত বাস্তবতায় টেকনাফের ভূ-রাজনৈতিক এবং ভূ-অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় বিশেষ নিরাপত্তা কৌশলপত্র প্রণয়নের আহ্বান জানান।

অন্য বক্তারা, মুহাম্মদ ইলিয়াস মিয়া এবং মুহাম্মদ খালিদ বিন সাঈদ, রাষ্ট্র সংস্কারের পথে ঔপনিবেশিক কালাকানুনের প্রভাব এবং জনগণের সঙ্গে সরাসরি সংযুক্ত থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখার বিষয়গুলো তুলে ধরেন।

সভায় আরও আলোচিত হয় প্রশাসনিক কাঠামোর স্থবিরতায় জনদুর্ভোগ, স্থানীয়দের এনজিও ভিত্তিক চাকরিতে ছাঁটাই রোধ, ইউনিয়ন ভিত্তিক ওয়ার্কিং প্ল্যান প্রস্তুতকরণ এবং সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার বিষয়ে।

উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা সংগঠক মুহাম্মদ আমিন উল্লাহ সাইফ, ফেরদৌস ইমরান, হারুন অর রশিদ মাহিরসহ আরও অনেকে। তারা ইউনিয়ন টিম লিডার এবং উপজেলা মনিটরিং সেল গঠনসহ বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের দিকনির্দেশনা দেন।

পরিচিতি সভায় টেকনাফের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সোহানুর রহমান, কামাল হোছাইন, মুহাম্মদ আদেল, ছৈয়দ নুর, তাসলিমা নাসরিন, শহিদুল্লাহ, জয়নাল আবেদীনসহ আরও অনেকে।

সভায় টেকনাফের প্রতিনিধি কমিটির কার্যক্রমের ভবিষ্যৎ পরিকল্পনা ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়।




Developed by e2soft Technology