শিরোনাম
রামু সরকারি কলেজে শিক্ষার মানোন্নয়নের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান সড়ক দুর্ঘটনায় কলাতলীর মুক্তিযোদ্ধার পুত্র নিহত জাতীয় নাগরিক কমিটি কক্সবাজারের উদ্যোগে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে মিছিল ও পথসভা অনুষ্ঠিত রামুতে তারুণ্যের উৎসব আন্তঃ স্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত রামুতে শুভ মাঘী পূর্ণিমা উদযাপন পরিষদ গঠিত কক্সবাজার সরকারি কলেজে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রামু উপজেলা শাখার শপথ ও পিকনিক অনুষ্ঠিত ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শীতার্তদের পাশে কসউবি ২০১১ ব্যাচ কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

জাতীয় নাগরিক কমিটি কক্সবাজারের উদ্যোগে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে মিছিল ও পথসভা অনুষ্ঠিত

সিবিএল নিউজ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় আগ্রাসন ও হামলার প্রতিবাদে কক্সবাজারে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারি (রবিবার) বিকেল ৩টায় কক্সবাজার কেন্দ্রীয় শহিদ মিনার থেকে মিছিল শুরু হয়ে বাজারঘাটা পর্যন্ত গিয়ে শেষ হয়। পরে পানবাজার রোডে পথসভা অনুষ্ঠিত হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কক্সবাজার শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। জাতীয় নাগরিক কমিটির সংগঠক ওমর ফারুকের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ প্রতিবাদী স্লোগান দিয়ে উপস্থিত জনতাকে উজ্জীবিত করেন।



পথসভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি এডভোকেট এস কে ফারুক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রবিউল হাসান, নোবিল জালাল, জুনাইদ হোসেন ও ইউসুফ নূরী। বক্তারা বলেন, “বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলিতে হস্তক্ষেপ ও সীমান্ত আগ্রাসনের মাধ্যমে ভারত দীর্ঘদিন ধরে শোষণ চালিয়ে যাচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এ শোষণের পথ তৈরি করে দিয়েছে।”

তারা আরও বলেন, “চাঁপাইনবাবগঞ্জের সাধারণ জনগণ দেখিয়ে দিয়েছে কিভাবে আগ্রাসন প্রতিরোধ করতে হয়। তাই সকল দেশপ্রেমিক জনতাকে সতর্ক থাকতে হবে এবং ভারতীয় আগ্রাসন প্রতিহত করতে প্রস্তুত থাকতে হবে।

বক্তারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সরকার যেন কূটনৈতিকভাবে ভারতের কাছে জবাব চায় যে, তারা সীমান্ত আগ্রাসন বন্ধ করবে কিনা। আর কোনো ফেলানীর লাশ যেন কাঁটাতারে ঝুলতে না হয়, সে নিশ্চয়তা দিতে হবে।”

এই প্রতিবাদ কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হন।




Developed by e2soft Technology