শিরোনাম
রামুতে নির্মাণ সেবাপ্রতিষ্ঠান ‘বাড়ি নকশা’ উদ্বোধন রামুতে উৎসবমুখর আনন্দে অনুষ্ঠিত বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের ক্লাস পার্টি বাপা রামু উপজেলার নতুন কমিটি গঠিত: মোহাম্মদ আলম সভাপতি, সায়েদ জুয়েল সাধারণ সম্পাদক, জাবেদুল আনোয়ার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত রামুর কাউয়ারখোপ হাকিম রকিমা ও এসএইচডি মডেল হাই স্কুলে: শিক্ষার্থীদের সততা ও ন্যায়চর্চা শেখাতে সততা স্টোর উদ্বোধন আইএলও-নেতৃত্বাধীন উদ্যোগে জলবায়ু-স্মার্ট কার্যক্রম, লিঙ্গ-অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও নারী ও যুবদের জন্য মর্যাদাপূর্ণ কর্মসংস্থান সুযোগের উপর গুরুত্বারোপ রাঙামাটির নৈসর্গিক সৌন্দর্যে অনুষ্ঠিত রামু প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কে একই পরিবারের পাঁচজন নিহত: সড়ক নিরাপত্তা নিশ্চিত ও মহাসড়ক ৬ লেনের দাবি টুয়াকের নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি রামুতে জ্ঞানপাঠক মোহাম্মদ মুজিবুল হক স্মরণসভা অনুষ্ঠিত কক্সবাজারের ভূমিকা আন্তর্জাতিক মঞ্চে—বালিতে অংশ নিল PHALS প্রতিনিধি দল

জাতীয় নাগরিক কমিটি কক্সবাজারের উদ্যোগে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে মিছিল ও পথসভা অনুষ্ঠিত

সিবিএল নিউজ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় আগ্রাসন ও হামলার প্রতিবাদে কক্সবাজারে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারি (রবিবার) বিকেল ৩টায় কক্সবাজার কেন্দ্রীয় শহিদ মিনার থেকে মিছিল শুরু হয়ে বাজারঘাটা পর্যন্ত গিয়ে শেষ হয়। পরে পানবাজার রোডে পথসভা অনুষ্ঠিত হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কক্সবাজার শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। জাতীয় নাগরিক কমিটির সংগঠক ওমর ফারুকের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ প্রতিবাদী স্লোগান দিয়ে উপস্থিত জনতাকে উজ্জীবিত করেন।



পথসভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি এডভোকেট এস কে ফারুক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রবিউল হাসান, নোবিল জালাল, জুনাইদ হোসেন ও ইউসুফ নূরী। বক্তারা বলেন, “বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলিতে হস্তক্ষেপ ও সীমান্ত আগ্রাসনের মাধ্যমে ভারত দীর্ঘদিন ধরে শোষণ চালিয়ে যাচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এ শোষণের পথ তৈরি করে দিয়েছে।”

তারা আরও বলেন, “চাঁপাইনবাবগঞ্জের সাধারণ জনগণ দেখিয়ে দিয়েছে কিভাবে আগ্রাসন প্রতিরোধ করতে হয়। তাই সকল দেশপ্রেমিক জনতাকে সতর্ক থাকতে হবে এবং ভারতীয় আগ্রাসন প্রতিহত করতে প্রস্তুত থাকতে হবে।

বক্তারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সরকার যেন কূটনৈতিকভাবে ভারতের কাছে জবাব চায় যে, তারা সীমান্ত আগ্রাসন বন্ধ করবে কিনা। আর কোনো ফেলানীর লাশ যেন কাঁটাতারে ঝুলতে না হয়, সে নিশ্চয়তা দিতে হবে।”

এই প্রতিবাদ কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হন।






সর্বশেষ

Developed by e2soft Technology