সিবিএল নিউজ: অদ্য ১৭ ডিসেম্বর ২০২৪ ইং রোজ মঙ্গলবার জাতীয় নাগরিক কমিটি কক্সবাজার সদর থানা শাখার উদ্যোগে এবং মাদার অ্যান্ড চাইল্ড ডেন্টাল কেয়ার-এর সার্বিক সহযোগিতায় বিজয় দিবস ২০২৪ উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মসূচি ১৯৭১ থেকে ২০২৪ সালের সকল শহীদদের স্মরণে আয়োজিত হয়। কর্মসূচি টি পাহাড়িকা মডেল একাডেমি, ৭ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভায় সকাল ৯.৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত হয়।
জাতীয় নাগরিক কমিটি, কক্সবাজার সদর সদস্য ডা. আবদুল মজিদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ২৩০ জন নারী, পুরুষ, শিশু এবং বৃদ্ধ তাদের রক্তের গ্রুপ নির্ণয় করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সুজা উদ্দিন সুজা, কক্সবাজার সদর প্রতিনিধি খালিদ বিন ওয়ালিদ, মিজানুর রহমান মিল্কী, প্রভাষক ওমর ফারুক এবং আব্দুস শুক্কুর রুবেল। এছাড়াও আশরাফুল, মইনুদ্দিন, হাকিব মাহমুদ তুষার ও পলাশ মল্লিক উপস্থিত ছিলেন।
জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।