শিরোনাম
ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) কক্সবাজার জেলা শাখার গ্র্যান্ড ইফতার অনুষ্ঠিত আন্তর্জাতিক পর্যায়ে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের সাফল্য কক্সবাজারে টেকসই পর্যটন শক্তিশালী করতে “বৈচিত্র্যময় ট্যুর প্যাকেজ উন্নয়ন কর্মশালা” অনুস্টিত সুলতানি আমলের আদলে ঈদ উদযাপনের উদ্যোগ ইউআইইউ এমবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে: সুজন ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি’র বোর্ড সভায় সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্র প্রসারিত করার ঐক্যমত ঈদ উপলক্ষে কক্সবাজারে ভেজালবিরোধী মোবাইল কোর্ট, তিন প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা রামুতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ‘বাপা’র পরিবেশ বিষয়ক সভা ও ইফতার মাহফিল টুয়াকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত: পর্যটন উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

জাতীয় নাগরিক কমিটি কক্সবাজার সদর থানার প্রতিনিধি কমিটি গঠিত

সিবিএল নিউজ: কক্সবাজার জেলার সদর থানার ১৩৬ সদস্য বিশিষ্ট “জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি কমিটি” ঘোষণা করা হয়েছে। কেন্দ্রিয়  কমিটির আহ্বায়ক নাছির উদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আকতার হোসেন এবং সদস্য এ এস এম সুজা উদ্দিন সাক্ষরিত উক্ত কমিটি অনুমোদন দেওয়া হয়।

জুলাই অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে এই কমিটির প্রতিনিধিরা সংকল্পবদ্ধ।

কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য:

১. শহীদদের সম্মাননা: জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদদের নামে বিভিন্ন সড়ক ও প্রতিষ্ঠানের নামকরণ, আহতদের সুচিকিৎসা, এবং শহীদ পরিবারের অন্তত একজনের কর্মসংস্থান নিশ্চিত করা।

২. তরুণদের দক্ষতা উন্নয়ন: স্থানীয় যুবসমাজকে দক্ষতা উন্নয়নের মাধ্যমে পর্যটন খাতে সংযুক্ত করা।

৩. সামাজিক দায়বদ্ধতা: ব্যবসায়ী সমাজের সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করা এবং মনিটরিং সেল গঠন।

৪.পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন: কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।

৫. পর্যটন সেবা: ট্যুরিস্ট হাসপাতাল স্থাপন এবং ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা।

৬. তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ: যুবকদের তথ্যপ্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী ক্যারিয়ার গঠনে উদ্বুদ্ধ করা।

৭. রোহিঙ্গা সংকট সমাধান: রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে স্থানীয় নীতি নির্ধারকদের ভূমিকা নিশ্চিত করা।

৮. মৎস্য শিল্প উন্নয়ন: আধুনিক ফিশিং ও ফিশারিজ উন্নত করে সমুদ্র অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগানো।

৯. পাঠাগার স্থাপন: প্রতিটি ওয়ার্ডে একটি করে পাঠাগার স্থাপন করে শিক্ষার প্রসার ও মূল্যবোধ সৃষ্টি।

১০. স্থানীয় কর্মসংস্থান: মেগা প্রকল্প ও বেসরকারি উন্নয়ন সংস্থায় স্থানীয় দক্ষ কর্মীদের কর্মসংস্থান নিশ্চিত করা।

১১. শিক্ষা ও শহর উন্নয়ন: কক্সবাজার সিটি কলেজ জাতীয়করণ এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নতির মাধ্যমে একটি মডেল শহর স্থাপন।

জাতীয় নাগরিক কমিটির এই পদক্ষেপগুলো কক্সবাজারের উন্নয়ন ও সামগ্রিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।




Developed by e2soft Technology