শিরোনাম
পৃথিবীর সবচেয়ে পরিচ্ছন্ন দেশ এস্তোনিয়া: অজানা ১০ টি মজার তথ্য জাতীয় নাগরিক কমিটি কক্সবাজার সদর থানার প্রতিনিধি কমিটি গঠিত রামুতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন কক্সবাজারে সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে সংবর্ধনা সাবেক ছাত্রনেতা ফোরামের ৩য় বর্ষে সাম‍্য ও বৈশম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। কক্সবাজারে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ-পথসভা কক্সবাজারে পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ ও প্লাস্টিক মুক্তির ক্যাম্পেইনে টুয়াক পেল সম্মাননা আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা: কক্সবাজারে বিএনপির বিভিন্ন ইউনিটের প্রতিবাদ মিছিল। রামুতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কমিটি গঠন ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে কক্সবাজারে নাগরিক কমিটি  বিক্ষোভ মিছিলের ঘোষণা

জাতীয় নাগরিক কমিটি কক্সবাজার সদর থানার প্রতিনিধি কমিটি গঠিত

সিবিএল নিউজ: কক্সবাজার জেলার সদর থানার ১৩৬ সদস্য বিশিষ্ট “জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি কমিটি” ঘোষণা করা হয়েছে। কেন্দ্রিয়  কমিটির আহ্বায়ক নাছির উদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আকতার হোসেন এবং সদস্য এ এস এম সুজা উদ্দিন সাক্ষরিত উক্ত কমিটি অনুমোদন দেওয়া হয়।

জুলাই অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে এই কমিটির প্রতিনিধিরা সংকল্পবদ্ধ।

কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য:

১. শহীদদের সম্মাননা: জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদদের নামে বিভিন্ন সড়ক ও প্রতিষ্ঠানের নামকরণ, আহতদের সুচিকিৎসা, এবং শহীদ পরিবারের অন্তত একজনের কর্মসংস্থান নিশ্চিত করা।

২. তরুণদের দক্ষতা উন্নয়ন: স্থানীয় যুবসমাজকে দক্ষতা উন্নয়নের মাধ্যমে পর্যটন খাতে সংযুক্ত করা।

৩. সামাজিক দায়বদ্ধতা: ব্যবসায়ী সমাজের সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করা এবং মনিটরিং সেল গঠন।

৪.পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন: কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।

৫. পর্যটন সেবা: ট্যুরিস্ট হাসপাতাল স্থাপন এবং ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা।

৬. তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ: যুবকদের তথ্যপ্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী ক্যারিয়ার গঠনে উদ্বুদ্ধ করা।

৭. রোহিঙ্গা সংকট সমাধান: রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে স্থানীয় নীতি নির্ধারকদের ভূমিকা নিশ্চিত করা।

৮. মৎস্য শিল্প উন্নয়ন: আধুনিক ফিশিং ও ফিশারিজ উন্নত করে সমুদ্র অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগানো।

৯. পাঠাগার স্থাপন: প্রতিটি ওয়ার্ডে একটি করে পাঠাগার স্থাপন করে শিক্ষার প্রসার ও মূল্যবোধ সৃষ্টি।

১০. স্থানীয় কর্মসংস্থান: মেগা প্রকল্প ও বেসরকারি উন্নয়ন সংস্থায় স্থানীয় দক্ষ কর্মীদের কর্মসংস্থান নিশ্চিত করা।

১১. শিক্ষা ও শহর উন্নয়ন: কক্সবাজার সিটি কলেজ জাতীয়করণ এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নতির মাধ্যমে একটি মডেল শহর স্থাপন।

জাতীয় নাগরিক কমিটির এই পদক্ষেপগুলো কক্সবাজারের উন্নয়ন ও সামগ্রিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।




Developed by e2soft Technology