সিবিএল নিউজ: জাতীয় নাগরিক কমিটি কক্সবাজার সদর শাখার উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ থেকে ২০২৪ সালের সকল শহীদদের স্মরণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি শুরু হয়েছে।
এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ডের পাহাড়িকা মডেল একাডেমিতে।
সার্বিক সহযোগিতায় রয়েছে মাদার অ্যান্ড চাইল্ড ডেন্টাল কেয়ার।
জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের কর্মসূচি সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়তা করবে।
সবার জন্য উন্মুক্ত এ কর্মসূচি বিজয় দিবসের চেতনাকে আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।