শিরোনাম
পর্যটনবান্ধব অবকাঠামো ও জনসেবা নিশ্চিত করতে কক্সবাজারে কর্মশালা অনুষ্ঠিত ন্যায্য চাকরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে কক্সবাজারের ট্যুর অপারেটরদের অঙ্গীকার রামু প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এসএম জাফর সংবর্ধিত “সায়মুন সংসদ”-এর নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত রামুতে যাত্রীবাহি বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশু সন্তানসহ প্রাণ হারালেন আইনজীবী: আহত চারজন জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য হুমকি সংকীর্ণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক: ছয় লাইন করার দাবীতে রামুতে মানববন্ধন ও সমাবেশ রয়েল টিউলিপ নয়, এখন সী পার্ল বীচ রিসোর্ট — নাম বিভ্রান্তি ও বাস্তবতা দ্বীপ উপজেলা মহেশখালীতে শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল এবং মেহেদি বাই কানিজের মধ্যে সমঝোতা স্মারক সই রামু উপজেলার পর শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে উখিয়ায় অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন”

চট্টগ্রাম মেডিকেল কলেজের ৭৫ শিক্ষার্থী বহিষ্কার

সিবিএল রিপোর্ট :
শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ৭৫ জন শিক্ষার্থীকে ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

গত ১১ সেপ্টেম্বর গঠিত ১২ সদস্যের তদন্ত কমিটির তদন্ত শেষে আজ সোমবার (২৮ অক্টোবর) কলেজের অধ্যক্ষের সই করা এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ জারি করা হয়।
তদন্তে জানা গেছে, এই শিক্ষার্থীরা ছাত্রাবাসে অবৈধ অনুপ্রবেশ, অবৈধভাবে রুম দখল এবং মেডিকেল কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট করার মতো কর্মকাণ্ডে জড়িত ছিল।

চমেকের শিক্ষার্থীরা জানান, বহিষ্কৃতদের বেশিরভাগই নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মী।
তবে বহিষ্কারাদেশে এসব শিক্ষার্থীর রাজনৈতিক সংশ্লিষ্টতা বা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে তাদের জড়িত থাকার সময়কাল উল্লেখ করা হয়নি।
তদন্ত কমিটি কলেজের একাডেমিক কাউন্সিলে তাদের রিপোর্ট উপস্থাপন করেছিল। তাদের রিপোর্টে বলা হয়েছে, এসব শিক্ষার্থীর কর্মকাণ্ড মেডিকেল কলেজের শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভায় গতকাল ২৭ অক্টোবর কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে শিক্ষার্থীদের বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া, আরও ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আনলেও, কলেজের নিয়মকানুন মেনে চলার প্রতিশ্রুতি দিয়ে এসব শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের দেওয়া শর্তসাপেক্ষ বন্ডের অধীনে তাদের মুক্তি দেওয়া হয়েছে।




Ads NewsCraft

সর্বশেষ

Developed by e2soft Technology