শিরোনাম
ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) কক্সবাজার জেলা শাখার গ্র্যান্ড ইফতার অনুষ্ঠিত আন্তর্জাতিক পর্যায়ে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের সাফল্য কক্সবাজারে টেকসই পর্যটন শক্তিশালী করতে “বৈচিত্র্যময় ট্যুর প্যাকেজ উন্নয়ন কর্মশালা” অনুস্টিত সুলতানি আমলের আদলে ঈদ উদযাপনের উদ্যোগ ইউআইইউ এমবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে: সুজন ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি’র বোর্ড সভায় সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্র প্রসারিত করার ঐক্যমত ঈদ উপলক্ষে কক্সবাজারে ভেজালবিরোধী মোবাইল কোর্ট, তিন প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা রামুতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ‘বাপা’র পরিবেশ বিষয়ক সভা ও ইফতার মাহফিল টুয়াকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত: পর্যটন উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

চট্টগ্রাম মেডিকেল কলেজের ৭৫ শিক্ষার্থী বহিষ্কার

সিবিএল রিপোর্ট :
শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ৭৫ জন শিক্ষার্থীকে ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

গত ১১ সেপ্টেম্বর গঠিত ১২ সদস্যের তদন্ত কমিটির তদন্ত শেষে আজ সোমবার (২৮ অক্টোবর) কলেজের অধ্যক্ষের সই করা এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ জারি করা হয়।
তদন্তে জানা গেছে, এই শিক্ষার্থীরা ছাত্রাবাসে অবৈধ অনুপ্রবেশ, অবৈধভাবে রুম দখল এবং মেডিকেল কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট করার মতো কর্মকাণ্ডে জড়িত ছিল।

চমেকের শিক্ষার্থীরা জানান, বহিষ্কৃতদের বেশিরভাগই নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মী।
তবে বহিষ্কারাদেশে এসব শিক্ষার্থীর রাজনৈতিক সংশ্লিষ্টতা বা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে তাদের জড়িত থাকার সময়কাল উল্লেখ করা হয়নি।
তদন্ত কমিটি কলেজের একাডেমিক কাউন্সিলে তাদের রিপোর্ট উপস্থাপন করেছিল। তাদের রিপোর্টে বলা হয়েছে, এসব শিক্ষার্থীর কর্মকাণ্ড মেডিকেল কলেজের শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভায় গতকাল ২৭ অক্টোবর কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে শিক্ষার্থীদের বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া, আরও ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আনলেও, কলেজের নিয়মকানুন মেনে চলার প্রতিশ্রুতি দিয়ে এসব শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের দেওয়া শর্তসাপেক্ষ বন্ডের অধীনে তাদের মুক্তি দেওয়া হয়েছে।




Developed by e2soft Technology