
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইনে উন্নীত করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে রামু সম্মিলিত নাগরিক পরিষদ। মঙ্গলবার (২০ মে) সকাল ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু বাইপাস এলাকায় এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। একাত্মতা ও সংহতি প্রকাশ করে সাংগঠনিক ব্যানার নিয়ে মানববন্ধন ও সমাবেশে অংশ নেন, রামুর অর্ধ শতাধিক সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। মানববন্ধন ও সমাবেশ শেষে মাননীয় প্রধান উপদেষ্টার বরাবরে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের মাধ্যমে স্মারকলিপি প্রদান করে, রামু সম্মিলিত নাগরিক পরিষদ নেতৃবৃন্দ।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতির জন্য অতিগুরুত্বপূর্ণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। বাণিজ্য ও পর্যটন নির্ভর দেশের দক্ষিণাঞ্চলের সংকীর্ণ এ সড়কের কারণে প্রায় প্রতিদিনই অহরহ সড়ক দুর্ঘটনায় জীবন হানি ঘটছে। জীবন হানি ও দূর্ঘটনা এড়াতে অবিলম্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নতি করতে হবে। এ মহাসড়কে বাঁকসমূহ অপসারণ করে যোগাযোগ ব্যবস্থা সহজ ও উন্নত করতে হবে।
বক্তারা আরও বলেন শুধু সিদ্ধান্ত নয়, আগামী ৫ জুনের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নতিকরণের সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের রূপরেখার সুস্পষ্ট ঘোষণা দিয়ে হবে। অন্যথায় দাবি আদায়ের লক্ষে বৃহত্তর ও কঠোর কর্মসূচীর ঘোষনা করা হবে বলে জানান, সম্মিলিত নাগরিক পরিষদ নেতৃবৃন্দ।
সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক মাস্টার মোহাম্মদ আলম বলেন, আমরা আশা করছি, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নতিকরণের এই দাবি বর্তমান সরকার মেনে নেবেন। আমরা এর বাস্তবায়ন দেখতে চাই।
রামু সম্মিলিত নাগরিক পরিষদের আহবায়ক মাস্টার মোহাম্মদ আলমের সভাপতিত্বে ও রামু প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোয়েব সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে বক্তৃতা করেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার উপদেষ্টা ও জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, রামু ওলামা পরিষদের সভাপতি মাওলানা মোহছেন শরীফ, কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুল আলম, জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, রামু পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মুজিবুল হক, কক্সবাজার জেলা সংগীত শিল্পী পরিষদের সভাপতি বশিরুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক সুজন রামু শাখার সহ-সভাপতি হোসনে আরা বেগম, বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্রযাত্রার চেয়ারম্যান নীলিমা আক্তার চৌধুরী, মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রফিক, রাজারকুল মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন আনসারী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি রামু শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. শহীদুল্লাহ, কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ছৈয়দ করিম, অবসরপ্রাপ্ত শিক্ষক মৌলানা বখতেয়ার আহমদ, রামু প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) এম আবদুল্লাহ আল মামুন, সাবেক সভাপতি খালেদ শহীদ, সাবেক সাধারণ সম্পাদক সুনীল বড়ুয়া, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা রামু উপজেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী তরুন বড়ুয়া, সংগীত ভবনের পরিচালক বিভাষ সেন গুপ্ত জিগমী, অবসরপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাছান ভূঁইয়া, সিইএইচআরডিএফ এর প্রধান নির্বাহী মো. ইলিয়াছ মিয়া, কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদ রামু শাখার সভাপতি রিটন বড়ুয়া, মানবাধিকার কমিশন রামু উপজেলা সভাপতি হাফেজ আহমদ, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি রুহুল আমিন রকি, সহ-সভাপতি আনোয়ারুল হক, ফতেখাঁরকুল ইউনিয়ন জামায়াতের আমীর সৈয়দ সোহরাব হোসেন, গণতান্ত্রিক ছাত্র সংসদ (এনসিপি) প্রতিনিধি জায়েদ বিন আমান, বিএনপি নেতা আতিকুল হক, নাট্য ও সাংস্কৃতিক সংগঠন সমন্বরের সাধারণ সম্পাদক মিজানুল হক, জাগো নারী উন্নয়ন সংস্থার প্রোগ্রাম অফিসার রবি হাসান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি রামু উপজেলার সাধারণ সম্পাদক দীপক বড়ুয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল আমিন, রামু মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি ডা. শামীমুল আরশাদ, রামু গ্লোবাল ইংলিশ লার্নিং সেন্টারের পরিচালক সাহেদুল ইসলাম রায়হান, রামু সরকারি কলেজ ছাত্র শিবিরের সভাপতি রেজাউল করিম সাজিব, ছাত্র প্রতিনিধি এমদাদুল, মৈত্রী’০২ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, রামু ব্লাড ডোনার এসোসিয়েশনের এডমিন সাজ্জাদ হোসেন অভি, রামু ব্লাড ডোনার সোসাইটির এডমিন সাইয়েদ জুয়েল, রামু উপজেলা পিকআপ চালক শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূট্টো প্রমূখ। সমাবেশে শুভেচ্ছা বক্তৃতা রাখেন, রামু সম্মিলিত নাগরিক পরিষদের সদস্য ও প্রজন্ম’৯৫ এর সাধারণ সম্পাদক রেজাউল আমিন মোর্শেদ।
তীব্র দাবদাহ উপেক্ষা করে দাবি আদায়ের লক্ষে স্বতঃস্ফূর্তভাবে রামু সরকারী কলেজ শিক্ষার্থী, রামু মন্ডলপাড়া সমিতি, খিজারীয়ান ৮৬, খিজারীয়ান ৯৮, এসএসসি ৯৯ ব্যাচ, জাগ্রত-৯৬, কক্সিয়ান এক্সপ্রেস, সম্প্রীতি পরিষদ, রামু ফকিরা বাজার ব্যবসায়ি বহুমুখি সমবায় সমিতি লি. সিএনজি অটোরিক্সা চালক-শ্রমিক সমবায় সমিতি, লম্বরীপাড়া আলোর দিশারী যুব পরিষদসহ রামুনউপজেলার অর্ধশত সংগঠনের নেতৃবৃন্দ ব্যানার নিয়ে মানববন্ধন ও সমাবেশে অংশ নেয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।