শিরোনাম
“রোগ প্রতিরোধ, সৌন্দর্য আর সুস্থতায় মধুর জুড়ি নেই” এনসিপি চট্টগ্রাম বিভাগের দায়িত্বে এ এস এম সুজা উদ্দিন টুয়াকের বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উদযাপন টুয়াক আহবায়কের বিশ্ব পর্যটন দিবস ২০২৫ এর শুভেচ্ছা বাণী উইমেন ট্যুরিজম লিডার্স অ্যাওয়ার্ড”: পর্যটনে অবদান রাখা ৭ নারীকে সম্মাননা রামুতে আর্ন্তজাতিক শান্তি দিবস উপলক্ষ্যে পিএফজি’র র‌্যালী ও আলোচনা সভা রামুতে অফিসেরচর চর পাড়াবাসীর নৌকা বাইচ অনুষ্ঠিত নুরুল আবছার সিকদারকে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান করলেন নোবেল জয়ী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। পর্যটনবান্ধব অবকাঠামো ও জনসেবা নিশ্চিত করতে কক্সবাজারে কর্মশালা অনুষ্ঠিত ন্যায্য চাকরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে কক্সবাজারের ট্যুর অপারেটরদের অঙ্গীকার

চট্টগ্রামে রামু সমিতির নতুন কমিটি ও রামুবাসির মিলনমেলা

আবদুল মাজেদ সভাপতি, হামিদ উল্লাহ সাধারণ সম্পাদক ও এহতেশামুল হক অর্থ সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক, রামু: দুধচিতই, ভাপা পিঠা, পেঁয়াজু, জিলাপি আর মেজবানিসহ বাহারি খাবার, খেলাধুলা ও আনন্দঘন সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্পন্ন হয়েছে চট্টগ্রামে রামুবাসির মিলনমেলা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত অবধি চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন অফিসার্স ক্লাবে আনন্দঘন নানা আয়োজনে চট্টগ্রামে বসবাসরত রামুর বাসিন্দারা।

অনুষ্ঠানে চট্টগ্রামের রামু সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে আবদুল মাজেদ সিকদার সভাপতি, হামিদ উল্লাহ সাধারণ সম্পাদক ও এহতেশামুল হক চৌধুরী রুবেলকে অর্থ সম্পাদক নির্বাচিত করে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

মিলনমেলা আয়োজন কমিটির সভাপতি হামিদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক জেলা প্রশাসক ও রামু সমিতির উপদেষ্টা ড. বদিউল আলম পাভেল, পরমাণু বিজ্ঞানী ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন চট্টগ্রামের প্রধান ড. শাহাদাত হোসেন, কর্নফুলী পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ উল্লাহ, প্রাইম ব্যাংকের চট্টগ্রাম রিজিওনাল হেড রিটন বড়ুয়া, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. আবুল কালাম, চট্টগ্রাম জেলা ভূমি কর্মকর্তা হামিদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন, সাবেক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিম শরীফ, রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক নীহার বড়ুয়া, প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুগত বড়ুয়া, আশা’র সিনিয়র কর্মকর্তা হেলাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, ফার্মাসিস্ট মোয়াজ্জেম হোসেন, সাংবাদিক মো. গিয়াস উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী তিতু বড়ুয়া অতি, অ্যাডভোকেট মিজানুর রহমান, রেলওয়ে কর্মকর্তা রফিক উল্লাহ, ব্যাংক কর্মকর্তা শহীদ উল্লাহ, পিপলু বড়ুয়া কমল, শিল্পী ও রামু সমিতির সাংগঠনিক সম্পাদক রেজাউল আমিন মোরশেদ, প্রকৌশলী হেলাল সাদেক, বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তা মেজবাহ উদ্দিন সোহেল, অ্যাডভোকেট রিপা বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, আফরাহ্ বিনত্ শামস্, আবরার বিনত্ শামস্ ও রেজাউল আমিন মোরশেদ।

চট্টগ্রামস্থ রামু সমিতির বিদায়ী সভাপতি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদ্য সাবেক সভাপতি ও বাংলানিউজটুয়েন্টিফোরডটকমের ডেপুটি এডিটর তপন চক্রবর্তীর বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় বার্ষিক আনন্দ আয়োজন।

দিনব্যাপী এ আয়োজনে শিশু, পুরুষ ও মহিলাদের পৃথক প্রতিযোগিতায় অংশ নেন। সকালে চামচে মার্বেল নিয়ে শিশুদের দৌঁড় প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয় দিনব্যাপী কাকর্মসূচী। রাতে র‌্যাফেল ড্র’র পুরস্কার বিতরণের সাঙ্গ হয় অনুষ্ঠান। মাঝে চলতে থাকে মহিলাদের বেলুন ফুটানো ও পুরুষদের ডাল থেকে চাল বাছা প্রতিযোগিতা। মধ্যাহ্নভোজ সাজানো হয় ঐতিহ্যবাহি মেজবান দিয়ে। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে রামুর শিশু শিল্পী ও জ্যেষ্ঠ শিল্পীরা গান পরিবেশন করেন। এ ছাড়াও পেশাদার শিল্পী আরিফ ও মিথিলা গান গেয়ে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন।




Developed by e2soft Technology