শিরোনাম
প্রধান উপদেষ্টার কাতার সফরে সঙ্গী হচ্ছেন জাতীয় দলের নারী ফুটবলার কক্সবাজারের শাহেদা আক্তার রিপা কক্সবাজার- মহেশখালী নৌরুটে পরীক্ষামূলক সী- ট্রাক চালু রামুতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠিকে বকনা ও ষাড় বিতরণ বাঁকখালী নদী দখল-দূষণ মুক্ত করে, দখলবাজদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের দাবিতে স্বারকলিপি জুলাই আন্দোলনের সংগঠক ও ছাত্র প্রতিনিধিদের উপর চাদাবাজ কর্তৃক হামলার প্রতিবাদে মানব বন্ধন রামুতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ উৎসব উদযাপন কক্সবাজারে কলাতলীর চাঁদাবাজ জামাল ও ফয়সাল কর্তৃক হামলার শিকার হয়েছেন কক্সবাজারের জুলাই আন্দোলনের প্রধান সংগঠক খালিদ ও সাঈদ স্বাধীন! কক্সবাজারে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট থেকে ফিলিস্তিনে যুদ্ধ বিরতির আহবান রামুতে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ২ হাজার ৯৫৩ রামুতে খালের পানিতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু

গোধুলীময় কক্সবাজার সৈকত: প্রকৃতির এক অতুলনীয় রূপ

বিশেষ প্রতিবেদক: সন্ধ্যার সময় যখন সূর্য ধীরে ধীরে অস্ত যেতে শুরু করে, তখন কক্সবাজার সমুদ্রসৈকত রূপ নেয় এক স্বপ্নময় চিত্রে। এই সময়ের সৌন্দর্য এমনই মনোমুগ্ধকর যে যেকোনো দর্শনার্থী থমকে দাঁড়ায় প্রকৃতির এই মায়াবী খেলার কাছে। 

গোধূলির আলোয় সৈকতের বালুকাবেলায় ছড়ানো সোনালি রঙ আর সাগরের নীল জলরাশিতে সূর্যের প্রতিফলন তৈরি করে এক অপার্থিব দৃশ্য। ঢেউয়ের মৃদু গর্জন আর বাতাসে ভেসে আসা লোনা গন্ধ, এই পরিবেশে যোগ করে এক বিশেষ আবেদন। এই সময় অনেকেই তাদের প্রিয়জনদের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত থাকেন, আবার কেউ কেউ নিরিবিলি বসে প্রকৃতিকে উপভোগ করেন।

পর্যটকদের জন্য গোধূলির সময়টা বিশেষ আকর্ষণীয়। অনেকে এই সময় সৈকতে হাঁটতে বের হন, কেউ কেউ সাগরের ধারে বসে সূর্যাস্তের অপার্থিব সৌন্দর্য উপভোগ করেন। গোধূলির রং সৈকতকে এমনভাবে আলোকিত করে যে এটি প্রতিদিনই নতুন এক অভিজ্ঞতার জন্ম দেয়।

স্থানীয় বাসিন্দাদের মতে, গোধূলির কক্সবাজার সৈকত কেবল সৌন্দর্য নয়, এটি প্রকৃতির এক আশীর্বাদ। এটি শান্তি ও প্রশান্তির প্রতীক, যা শহরের কোলাহল থেকে দূরে এনে মনকে প্রশান্ত করে।

কক্সবাজারে যদি কখনো আসেন, তাহলে গোধূলির এই সৌন্দর্য উপভোগ না করে ফিরে যাওয়া যেন অপরাধ। প্রকৃতির এই সৌন্দর্য শুধু মনকে মোহিত করে না, বরং আপনাকে জীবনের ব্যস্ততার মধ্যেও শান্তির এক মুহূর্ত উপহার দেবে।

আপনার চোখে ধরা পড়া গোধূলির কক্সবাজারের ছবি শেয়ার করতে ভুলবেন না। আপনার অভিজ্ঞতা নিয়ে লিখুন আমাদের কাছে।




Developed by e2soft Technology