শিরোনাম
সেন্টমার্টিন নিয়ে যে ব্যাখ্যা দিলেন পর্যটন উপদেস্টা রামু-উখিয়ার প্রাচীন জনগোষ্ঠি আবদুল আলী সিকদার বংশের ইছালে ছওয়াব মাহফিল ২৫ ডিসেম্বর রামু সোনালী অতীত ফুটবল ক্লাবে সংবর্ধিত মারমেইড বীচ রিসোর্টের কব্জায় থাকা সরকারী জমি উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রধান নির্বাচন কমিশনারের মা-বাবার রেখে যাওয়া সব সমস্ত সম্পদ দিয়ে গড়া হয়েছে শিক্ষা প্রতিষ্টান সেন্টমার্টিনে যেতে নিবন্ধন সহ যা করতে হবে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করছে দি টেরিটোরিয়াল নিউজ (টিটিএন): সৌরভ দেব সম্পাদক হিসেবে যোগদান সেনাবাহিনী প্রধানের কক্সবাজার পরিদর্শন: নতুন অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিশেষায়িত প্রতিষ্ঠান উদ্বোধন শুধু নির্বাচন দেওয়াটাই আমাদের কাজ নয়: উপদেষ্টা নাহিদ ‘রাজনীতিতে ভুল হলে খেসারত দিতে হয়: মির্জা ফখরুল

কক্সবাজার সরকারী কলেজের লোগো তে নৌকা সরিয়ে সূর্য ও কলম

সিবিএল ডেস্ক: দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বৃহত্তম বিদ্যাপীঠ কক্সবাজার সরকারি কলেজ। আওয়ামী লীগ সরকারের পতনের পর এ কলেজের লোগোতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। লোগো ঠিক রেখে শুধুমাত্র নৌকা সরিয়ে এর পরিবর্তে যুক্ত করা হয়েছে সূর্য। এর নিচে থাকা বই, খাতা ঠিক রেখে বইয়ের উপর যুক্ত করা হয়েছে কলম।
মঙ্গলবার (৩০ অক্টোবর) একাডেমিক কাউন্সিলরের বৈঠকে নতুন লোগো অনুমোদন পায়।
বিজ্ঞাপন
কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী লোগোতে কিছুটা পরিবর্তন আনা হয়।
অধ্যক্ষ জানান, ২০১৮ সালে দুইটি মোমবাতি ছিলো মাঝখানে। সেটি পরিবর্তন করে নৌকা আনা হয়। তবে বিষয়গুলো অগোছালোভাবে ছিলো বলে জানান তিনি।

কলেজ থেকে পাওয়া মনোগ্রামের বিবরণ:
১) ২১টি তারা (একুশে ফেব্রুয়রি-মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে বোঝায়)
২) কলেজের নাম (কক্সবাজার সরকারি কলেজ)
৩) পবিত্র কোরআনের সূরা বাকারা, আয়াত- ২৫৭ (অর্থ- আঁধার ছেড়ে আলোর দিকে আহ্বান)
৪) বই, খাতা ও কলম (জ্ঞান অন্বেষণের প্রতীক)
৫) উদীয়মান সূর্য (জ্ঞান অন্বেষণের মাধ্যমে আলো ছড়ানো বা জ্ঞানের আলো বিতরণ বোঝায়)
সুত্র: বার্তা ২৪




Developed by e2soft Technology