শিরোনাম
রয়েল টিউলিপ নয়, এখন সী পার্ল বীচ রিসোর্ট — নাম বিভ্রান্তি ও বাস্তবতা দ্বীপ উপজেলা মহেশখালীতে শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল এবং মেহেদি বাই কানিজের মধ্যে সমঝোতা স্মারক সই রামু উপজেলার পর শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে উখিয়ায় অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” বিদেশি মুদ্রা বিনিময়ে কক্সবাজারে সংকট: পর্যটনের অগ্রযাত্রায় বড় প্রতিবন্ধকতা শতাধিক নারী ও তরুণের অংশগ্রহণে রামুতে অনুষ্ঠিত হলো ILO-ISEC প্রকল্পের “ক্যারিয়ার টকস সেশন” জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত পরিষদের সভাপতি আশফাক উদ্দীন আহমদ ও সম্পাদক নুরুল আবছার সিকদার। কক্সবাজার জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৫১ সদস্যের নতুন কমিটি গঠন। বাংলা বাজার নিবাসী নুরুল কবিরের মৃত্যু: খিজারীয়ান ৮৬’র শোক রামুতে তুলিপ সেন গুপ্তের একক সংগীতানুষ্ঠান ‘তোমায় গান শুনাবো’

কক্সবাজার রেঁস্তোরা মালিক সমিতির কাউন্সিল সম্পন্ন। আলী সভাপতি,  জাবেদ সম্পাদক নির্বাচিত

পেশাগত উৎকর্ষ সাধনের মাধ্যমে কক্সবাজারের সুনাম বিশ্বময় ছড়িয়ে দিত হবে———— লুৎফর রহমান কাজল

সিবিএল নিউজ: বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে সুগন্ধা পয়েন্টস্থ গোল্ডেন হিল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক,  সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল বলেছেন, কক্সবাজার আন্তর্জাতিক সিটি। এখানে প্রায় ৩ হাজার বিদেশি নাগরিক বসবাস করেন। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে, রেঁস্তোরা পেশাকে উৎকর্ষ সাধনের মাধ্যমে কক্সবাজারকে দেশ তথা বিশ্বের সামনে তুলে ধরতে হবে। এজন্য প্রয়োজন ট্রেনিং সেন্টার।
তিনি বলেন, বদলে যাওয়া এই নতুন বাংলাদেশে কক্সবাজারে কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবেনা। দখলবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজ মুক্ত কক্সবাজার গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব ইমরান হোসাইন বলেছেন, রেঁস্তোরা  শুধুমাত্র খাবার হোটেল না, এটি এখন শিল্প। রাষ্ট্র স্বীকৃত এই শিল্পে প্রতিদিন প্রায় ৭থেকে ৮ কোটি মানুষ নির্ভরশীল। তিনি বলেন, সারা দেশে ৪ লাখ ৮১ হাজার রেঁস্তোরা রয়েছে। এতে ৩০ লাখ মানুষ কর্মরত রয়েছেন।পাশাপাশি রেঁস্তোরাকে উপলক্ষ করে প্রায় ২কোটি মানুষ জীবন ধারণ করে। অথচ দেশের এই বিশাল শিল্পের উন্নয়নে রাষ্ট্রের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। এই শিল্পকে বাঁচাতে গেলে সর্বাগ্রে প্রয়োজন সু- চিন্তিত পরিকল্পনা।

সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি শরাফত উল্লাহ বাবুল, সহ-সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ডালিম, অর্থ সম্পাদক মাসুদ আলম,  জাবেদ ইকবাল, রুবেল উদ্দিন, নাছির উদ্দিন,  রফিকুল কাদের, জসিম উদ্দিন, ফরিদুল আলম প্রমূখ।

পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে মোহাম্মদ আলীকে   সভাপতি, কামরুল ইসলাম কে সিনিয়র সহ-সভাপতি,জাবেদ ইকবালকে  সাধারণ সম্পাদক, মাসুদ আলমকে কোষাধ্যক্ষ, আবছার উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।




Developed by e2soft Technology